Durga Puja 2026: এবারের দুর্গাপুজো শেষ হওয়ার আগেই আগামী বছরের দুর্গাপুজো নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এবার দুর্গাপুজোর সময় বৃষ্টির ফলে সমস্যা হয়েছে। আগামী বছর দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

DID YOU
KNOW
?
দুর্গাপুজো ২০২৬
আগামী বছর ১৭ অক্টোবর ষষ্ঠী। সেদিন থেকেই শুরু হবে দুর্গাপুজো।

Durga Puja: এবার সেপ্টেম্বরের শেষদিকে শুরু হয়েছিল দুর্গাপুজো। বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে এবারের মতো দুর্গাপুজো শেষ হয়ে যাচ্ছে। যদিও লক্ষ্মীপুজো (Laxmi Puja 2025), কালীপুজো (Kali Puja 2025), জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2025), বড়দিনের (Christmas) মতো ধর্মীয় অনুষ্ঠান, শীতকালে নানা ধরনের উৎসব আছে, তবে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। এই কারণে নবমী নিশি পোহানোর আগে থাকতেই বাঙালি আগামী বছরের দুর্গাপুজোর দিনক্ষণের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। আগামী বছর কবে মহালয়া, কবে থেকে পুজো শুরু, সেসব নিয়ে এখন থেকেই আলোচনা চলছে। তবে শুধু দুর্গাপুজোই নয়, আগামী বছরের অন্যান্য পুজোর দিনগুলি নিয়েও এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

আগামী বছর কবে শুরু দুর্গাপুজো?

২০২৬ সালে মহালয়া হবে ১০ অক্টোবর, শনিবার। দুর্গাপুজোর পঞ্চমী ১৬ অক্টোবর, শুক্রবার। ষষ্ঠী ১৭ অক্টোবর, শনিবার। সপ্তমী ১৮ অক্টোবর, রবিবার। অষ্টমী ১৯ অক্টোবর, সোমবার। নবমী ২০ অক্টোবর, মঙ্গলবার। বিজয়া দশমী ২১ অক্টোবর, বুধবার। আগামী বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দুর্গাপুজো। ফলে সেই সময় বৃষ্টির জন্য সমস্যা হবে না বলেই আশা বাঙালির।

আগামী বছর লক্ষ্মীপুজো, কালীপুজো কবে?

আগামী বছর লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর, রবিবার। আগামী বছর কালীপুজো হবে ৮ নভেম্বর, রবিবার। ভাইফোঁটা পালিত হবে ১০ নভেম্বর, মঙ্গলবার। আগামী বছর যে সময় দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো হবে, সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। ফলে বাঙালি স্বস্তিতে প্যান্ডেল হপিং করতে পারবে। একইসঙ্গে সেই সময় বৃষ্টি না হলে মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হবে না এবং মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়বেন না। এসবই অবশ্য আশা। আগামী বছর দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।