মহালয়ার পূণ্যলগ্নে সৌভাগ্যের দরজা খুলতে মেনে চলুন এই টিপসগুলি, জানুন এক ক্লিকে
Mahalaya: মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। কিন্তু মহালয়া শুভ না অশুভ তা নিয়ে নানা মত থাকলেও মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললে ভালো ফল পাওয়া যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মহালয়া শুভ না অশুভ?
রবিবার মহালয়া। আর মহালয়া মানেই বাঙালির কাছে দুর্গা পুজোর শুরু। ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। এক কথায় বলতে বাঙালির কাছে শারদোৎসবের সূচনা মানেই মহালয়া। আর এখন তো মহালয়া থেকেই বড় বড় বিগ বাজেটের সব পুজো প্যাণ্ডেল উদ্বোধন হয়ে যায়। সব মিলিয়ে মহালয়া তিথিতেই খাতায় কলমে পড়ে যায় উৎসবের ঢাকে কাঠি।
মহালয়া কথার অর্থ কী?
শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, মহালয়া কথার অর্থ হল মহান তিথি। তবে মহালয়া শুভ না অশুভ এই নিয়ে প্রচুর মত পার্থক্য থাকলেও মনে করা হয়, মহালয়ার দিনে পূর্ব পুরুষেরা মর্তে আসেন আশীর্বাদ করতে। তবে হিন্দু রীতি অনুযায়ী মহালয়া হল- পিতৃপুরুষের তর্পণ করার জন্য সবথেকে ভালো তিথি।
মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কী সম্পর্ক?
শাস্ত্রমতে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই। তবে এই দিন মা দুর্গার চক্ষু দান করা হয়। পুরাণ থেকে মহাভারত। মহালয়া নিয়ে রয়েছে বিশেষ কিছু কাহিনী। তবে শাস্ত্রমতে এই দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললে সংসারে সুখ সমৃদ্ধি ঘটে। ভাগ্য সদয় হয়।
মহালয়ায় কী করা উচিত?
শাস্ত্রমতে মহালয়া মানেই পূর্ণ অমাবস্যা। তাই এই বিশেষ তিথিতে যে কাজগুলি করা উচিত তা হল-
১.বাড়িতে পাঁচ-সাতজন ব্রাহ্মণ ডেকে অথবা শিশুদের নিমন্ত্রণ করে খাওয়ানো।
২.যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৩. পূর্ব পুরুষদের স্মৃতির উদ্দেশে তর্পণ করা
৪. কোনও অসহায় মানুষকে তার প্রয়োজনীয় জিনিস দান করা
৫. এই দিনে বাড়িতে নিরামিষ ভোজন করা উচিত
মহালয়ায় কী করা উচিত নয়?
১. মহালয়ার দিন ভুলেও চুল-দাড়ি, নখ কাটবেন না।
২. এই দিন কাউকে টাকাপয়সা ধার দেবেন না
৩. বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ না করাই ভালো
৪.গাড়ি-বাড়ি বা অন্য নতুন কোনও জিনিস আজকের দিনে না কেনায় ভালো।
৫. মহালয়ার দিন বাড়িতে কোনও দরিদ্র ব্যক্তি এলে তাকে একেবারে খালি হাতে ফেরাবেন না।
