শিবমন্দিরের পুজোর ৮৬ তম বর্ষে সেই বিশ্বাসকেই তুলে ধরছে ক্লাব কমিটি। পুজো উদ্যোক্তাদের দাবি এই নশ্বর জীবনের সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনিই মানুষের পাপ পুণ্য ন্যায় নীতির বিচারক। তাঁর আরাধনায় মানুষ তাঁকে কাছে পেতে চায়, আঁকড়ে রাখতে চায় বুকের কাছে। পুজো যায়-পুজো আসে।
দুর্গাপুজো ২০২২-এর ৭৫ বছরে পা রেখছে উল্টোডাঙা করবাগান পুজো। তাই দর্শকদের আকর্ষণের জন্য রয়েছে বিশেষ উদ্যোগ। উদ্যোক্তাদের দাবি তাঁদের মণ্ডপে এলে কোনও দর্শকই হতাশ হবেন না। মহালয়া থিমই দর্শকদের মন ভালো করে দেবে।
থিম পুজো নয় বরং সাবেকিয়ানা ছোঁয়াতেই নব দুর্গার আরাধনা করে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ। প্রতি বছরই মহামায়ার ১০৮ রূপের মধ্যে যেকোনও ৯ টা রূপ তারা ফুটিয়ে তোলেন। এবারও তেমনই মায়ের রূপ দেখা যাবে। ২৭ আগস্ট পুজোর শুভ উদ্বোধনে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘে উপস্থিত থাকছেন সকলের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আরও অনেক আকর্ষণও রয়েছে মিতালি সংঘে।
মেছুয়াবাজার সার্বজনীন পুজো কমিটির উদ্য়োক্তাদের কথায়, চলতি বছর তাঁরা হিন্দুধর্মের সব আরাধ্য দেবতার তুলে ধরতে চেয়েছেন। ধর্মের মধ্য়ে কোনও ভেদাভেদ নেই - এই বার্তাই তারা দিয়েছেন। আর সেই কারণেই মণ্ডপে বিশেষভাবে স্থান পাচ্ছে শিখ, জৈন, বৌদ্ধ ধর্মের প্রতীক।
সবুজায়নের অঙ্গীকার নিয়ে পুজোর উৎসবে মেতেছেন পূর্বাচল শক্তি সংঘ ক্লাব কর্তৃপক্ষ। তাদের থিম উৎসরণ। প্লাস্টিক কীভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে, সবুজ ধ্বংসের ফলে কীভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এমনকী এর প্রভাবে আমরা ধ্বংসের দিকে কীভাবে এগিয়ে যাচ্ছি, তা উঠে আসতে চলেছে এবছরের থিমে।
কলকাতাতে এখন থিম পুজো নিয়ে রীতিমতো হাড্ডাহাড্ডি টক্কর চলছে। প্রতি বছরই নয়া নয়া থিম নিয়ে হাজির হচ্ছে কলকাতার সব পুজো কমিটি। তবে এবার সেই থিম পুজোর টক্কর থেকে সরে গেল রাজডাঙা নবোদয় সংঘ। গত দুবছর যেহেতু অতিমারিতে সেভাবে কিছু করা যায়নি তাই এবছরটা আরও বেশি করে অভিনবত্বের ছোঁয়া রাখার চেষ্টা করছে সমস্ত পুজো মন্ডপগুলি। তবে সেই দৌঁড় থেকে সরে গেল রাজডাঙা নবোদয় সংঘ।
পুজোর মণ্ডপ থেকে সম্পূর্ণ অন্য এক বার্তা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে কাঁকুড়গাছি যুবকবৃন্দ। কারণ এবার তাঁদের পুজোর থিম 'রূপান্তর'। পুজোর মন্ডপ থেকেই পুজো কমিটি বার্তা দেওয়া চেষ্টা করছে রূপান্তরকামীরা আমাদের মতই রক্ত মাংসার মানুষ। তাঁদের মন আছে। ইচ্ছে আছে। তাঁরাও আমার আমপার মত সমাজেরই অঙ্গ।
হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এখনই হল লাস্ট টাইমে ওজন ঝরানোর পালা। কিন্তু কীভাবে ফ্যাট ঝরাবেন ১০ কেজি, জেনে নিন বিশদে।
২০২২ সালের দুর্গাপুজায় ভিন্ন 'দৃষ্টিকোন-এ হবে বিবেকানন্দ পার্কের দুর্গা পুজা। ২০২০ সালে সদ্য পঞ্চাশ বছরে পা দিয়েছে কলকাতার অন্যতম নামী বিবেকানন্দ পার্কের পুজো। সেই সময় অতিমারি পরিস্থিতির জেরে নম নম করে সাড়তে হয়েছিল পুজো।
উল্টোডাঙা সংগ্রামী সংঘের পুজো এবার মূল্যবোধের পুজো। কারণ এই পুজোর থিম হলে 'মূল্যবোধ'। উদ্যোক্তাদের মূল লক্ষ্যই হল পুজোর মণ্ডপে রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের তুলে ধরা। আর সেই কারণেই এদের পুজো মণ্ডপে ঠাঁই পেয়েছে কৃষক, তাঁতী এই জাতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।