- Home
- World News
- United States
- ভারতের ওপর আরও শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প? মোদীর সঙ্গে ফোনে কথা নিয়ে অকপট স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টের
ভারতের ওপর আরও শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প? মোদীর সঙ্গে ফোনে কথা নিয়ে অকপট স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টের
Donald Trump On Modi: ভারত যাতে সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে তার জন্য নয়া দিল্লির ওপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন তিনি। একী বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ট্রাম্পের অকপট স্বীকারোক্তি
হাজার চেষ্টা করেও কিছুতেই থামাতে পারছেন না রুশ-ইউক্রেন দ্বন্ধ। শুধু তাই নয়, ভারত যাতে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে তার জন্য তিনিই ইচ্ছাকৃত ভাবে নয়া দিল্লির উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কী বললেন ট্রাম্প?
ট্রাম্পের দাবি, ভারত যাতে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দিতে পারে সেই ভয় দেখাতেই তিনি ভারতের উপর ৫০ শতাংশ হারে শুল্কের বোঝা চাপিয়েছেন। ট্রাম্প আরও জানান যে, আমেরিকার বাজারে ভারতীয় পণ্য বিক্রির ক্ষেত্রে তিনিই বিপুল পরিমাণ শুল্ক চাপানোর শর্ত দিয়েছিলেন। যাতে এই ভয়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এখানেই শেষ নয়। ট্রাম্প আরও জানান যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে তিনি শুল্কের শর্ত তুলে নেবেন।
মোদীর সঙ্গে ফোনে কথা?
ট্রাম্প আরও দাবি করে বলেন যে, ‘’মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।'' এমনকি মার্কিন প্রেসিডেন্ট আরও জানান যে, তার শর্ত মেনে নয়া দিল্লি যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে তিনি সমস্ত শর্ত তুলে নেবেন।
কী বলছে নয়া দিল্লি?
যদিও ট্রাম্পের এই আজব দাবির কোনও যৌক্তিকতা নেই বলেই জানিয়েছে ভারত সরকার। ভারতের তরফে এক বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ফোনে কোনও কথা হয়নি।
ভারতকে একহাত ট্রাম্পের
যদিও ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে ভারতের দাবি প্রসঙ্গে ফুঁসে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাংবাদিকদের মুখে এই কথা শুনে ট্রাম্প বলেন, ‘’ভারত যদি এই কথা বলে থাকে তাহলে ভারতকে এর গভীর মূল্য চোকাতে হবে।''

