সংক্ষিপ্ত

প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের বায়োপিকের শ্যুটিং চলছে। কিন্তু এই ছবির শ্যুটিং চলকালীন একাধিক সমস্যা দেখা যাচ্ছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীকে।

অস্ট্রেলিয়ার প্রয়াত প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্নের বায়োপিকের শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা। আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অ্যালেক্স উইলিয়ামস ও অভিনেত্রী মের্নি কেনেডি। তাঁরা একটি যৌন দৃশ্যের শ্যুটিং করছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। পড়ে গিয়ে কেনেডির কবজি ভেঙে গিয়েছে। অ্যালেক্সের মাথার পিছন দিকে আঘাত লেগেছে। কেনেডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শেন ওয়ার্ন তাঁর স্ত্রী সিমোনের অল্পবয়সের একটি সময়ের যৌন দৃশ্যের শ্যুটিং চলছিল। আমরা একটি করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমাদের শোবার ঘরে ছুটে গিয়ে ঢুকে সোজা বিছানায় লাফিয়ে পড়ার কথা ছিল। কিন্তু আমরা বিছানায় গিয়ে পড়ার বদলে মেঝেতে গিয়ে পড়ি। তার ফলেই চোট পেয়েছি।’

অ্যালেক্স ও কেনেডি চোট পাওয়ার পর তাঁদের জরুরি ভিত্তিতে শ্যুটিং স্পটের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার শুধু বয়স্কদের চিকিৎসা হয়। কিন্তু অ্যালেক্স ও কেনেডিকে শ্যুটিং কস্টিউমে দেখে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কেউ আপত্তি করেননি। বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি চিকিৎসা হয় অ্যালেক্স ও কেনেডির। 

এই বায়োপিকে ওয়ার্নের ভূমিকায় দেখা যাবে অ্যালেক্সকে। ওয়ার্নের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন কেনেডি। ভালোভাবেই চলছিল শ্যুটিং। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং চলাকালীন বিপত্তি ঘটল। 

ওয়ার্নের বায়োপিক মাল্টি-এপিসোড সিরিজ হচ্ছে। কবে এই বায়োপিক মুক্তি পাবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে শ্যুটিং চলাকালীনই ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওয়ার্নের অনুগামীদের একাংশের দাবি, পর্দায় প্রয়াত ক্রিকেটারের জীবন ফুটিয়ে তোলার মাধ্যমে আর্থিক লাভের লক্ষ্যে নির্মাতারা। 

ওয়ার্নের জীবন ছিল বর্ণময়। মাঠে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই লেগ-স্পিনার, তেমনই মাঠের বাইরেও রঙিন জীবনযাপন ছিল তাঁর। ২০২২-এর মার্চে থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় মৃত্যু হয় ওয়ার্নের। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েন এই লেগ-স্পিনার। ১৪৫ ম্যাচ খেলে ৭০৮ উইকেট নেন ওয়ার্ন। তিনি ১৯৪টি ওডিআই ম্যাচ খেলে ২৯৩ উইকেট নেন। আইপিএল-এর প্রথম মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেন ওয়ার্ন।

ক্রিকেটের মতোই নারীসঙ্গও ছিল ওয়ার্নের জীবনের অঙ্গ। একাধিকবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এই ক্রিকেটার। তবে তিনি বেপরোয়া জীবনেই অভ্যস্ত ছিল। ২০০৩ বিশ্বকাপ চলাকালীন নিষিদ্ধ মাদক সেবনের দায়ে নির্বাসিতও হতে হয় তাঁকে। কিন্তু এত বিতর্কের পরেও এই লেগ-স্পিনারের জনপ্রিয়তা এতটুকু কমেনি।

আরও পড়ুন-

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হচ্ছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে?

আইপিএল থেকে অবসরের পর মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য চুক্তিবদ্ধ অম্বাতি রায়াডু

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের