Ashes 2025: অতিরিক্ত মদ্যপানই অ্যাশেজ হারের কারণ? ফাঁস করল ইংল্যান্ড
Ashes 2025: গুরুত্বপূর্ণ সিরিজের মাঝে ইংল্যান্ডের ক্রিকেটাররা অতিরিক্ত মদ্যপান করায় ঠিকমতো অনুশীলন করতে পারেননি বলে জানা যাচ্ছে। ক্রিকেটাররা মদ্যপান করতেই পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালীন তা কাম্য নয়।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের শোচনীয় পরাজয়
ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ খেলছে। তবে সিরিজের প্রথম ৩টি ম্যাচেই শোচনীয়ভাবে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। ঠিকমতো অনুশীলন করতে না পেরেই, ক্রিকেটাররা টেস্ট ম্যাচে খারাপ পারফর্ম করেছেন বলে অভিযোগ উঠছে।
সব ব্যাটারদের ব্যর্থতা?
অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ৮۲ রানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে ইংল্যান্ডের বোলিং মোটামুটি ভালো হলেও, ব্যাটিং ছিল ততধিক খারাপ। তারকা ক্রিকেটার জো রুটের একটি সেঞ্চুরি ছাড়া তেমন কিছু করে দেখাতে পারেননি ইংল্যান্ড ব্যাটাররা।
অতিরিক্ত মদ্যপান হারের কারণ?
অ্যাশেজ সিরিজের সময়, ইংল্যান্ড ক্রিকেটারদের অতিরিক্ত মদ্যপানের কারণে, তাদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হয়েছে বলে জানা গেছে। এটিই কি তাহলে হারের কারণ? নুসার একটি রিসর্টে অতিরিক্ত মদ্যপান করে অনুশীলন ব্যাহত হয় গোটা দলের।
তদন্তের নির্দেশ
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তথা ইসিবি-র তরফ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
