সংক্ষিপ্ত

রবিবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল ভারত। ফাইনালে ফের জয়ের লক্ষ্যেই খেলতে নামছেন রোহিত শর্মারা।

রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা লড়াই। এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে ভারত ও শ্রীলঙ্কা ১৬৬ বার পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। তার মধ্যে ৯৭টি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৭টি ম্যাচে। ১১টি ম্যাচের কোনও ফল হয়নি। ১টি ম্যাচ টাই হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে ভারত। সাম্প্রতিক রেকর্ডও ভারতের পক্ষে। এবারের এশিয়া কাপেই সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করতে হলেও, শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। সেই ম্যাচে ক্লান্ত অবস্থায় খেলতে নেমেছিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে-তে খেলার পরের দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হয় ভারতকে। তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করে ভারত। 

এশিয়া কাপ ফাইনালের কথা মাথায় রেখে সুপার কাপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫ জনকে বিশ্রাম দেয় ভারত। বিরাট, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে খেলানো হয়নি। রবিবার এই ৫ জন ক্রিকেটারই খেলবেন। বাংলাদেশের বিরুদ্ধে হারকে গুরুত্ব দিচ্ছে না ভারতীয় শিবির। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে ৪১ রানে জয় পায় ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ৪৮ বলে ৫৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। রাহুল করেন ৩৯ রান। রান তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অসাধারণ লড়াই করেন ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েল্লালাগে। ৪১ রান করেন ধনঞ্জয়। ৪২ রান করে অপরাজিত থাকেন ওয়েল্লালাগে। ভারতের হয়ে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। রবিবার ফাইনালেও একইরকম লড়াই করতে তৈরি ভারত।

এশিয়া কাপ ফাইনালে পিচ থেকে সাহায্য পেতে পারেন ব্যাটাররা। তবে স্পিনাররাও সাহায্য পেতে পারেন। এই পিচে বল ঘোরার পাশাপাশি বাউন্সও করতে পারে। ফলে কোনও দলকেই খাতায়-কলমে এগিয়ে রাখা যাচ্ছে না। কারণ, শ্রীলঙ্কা দলেও একাধিক ভালোমানের স্পিনার আছেন। তাছাড়া দেশের মাটিতে চেনা পরিবেশ-পরিস্থিতিতে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। তবে ভারতীয় ক্রিকেটাররা শ্রীলঙ্কায় অনেক ম্যাচ খেলেছেন। ফলে তাঁরাও জয় ছিনিয়ে নিতে তৈরি।

আরও পড়ুন-

Asia Cup Final: ওডিআই বিশ্বকাপের জন্য এশিয়া কাপ জেতা জরুরি, মন্তব্য শুবমানের

Asia Cup Final: রবিবার এশিয়া কাপ ফাইনালের সময় কেমন থাকবে কলম্বোর আবহাওয়া?

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের