সংক্ষিপ্ত
ভেঙ্কটেশ প্রসাদের কথাই কি সত্যি হতে চলেছে? এই পেসার চেয়েছিলেন, নির্দিষ্ট দিনে তো বটেই, রিজার্ভ ডে-তেও যেন ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যায়। সেটাই হয়তো হতে চলেছে।
রবিবার এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সোমবার ফের এই ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এদিন ম্যাচ শুরু করা যাবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন যখন ম্যাচ শুরু হওয়ার কথা, সেই বিকেল ৩টের সময় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। বিকেল ৪টে নাগাদ বৃষ্টির সম্ভাবনা বেড়ে হচ্ছে ৭৩ শতাংশ। বিকেল ৫টাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে ৭৩ শতাংশ। সন্ধে ৭টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে হচ্ছে ৬৩ শতাংশ। কিন্তু দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৪৭ থেকে ৫১ শতাংশ। ফলে ম্যাচ শেষ করা নিয়ে প্রশ্ন থাকছেই।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অবশ্য সারা মাঠ ও পিচ ঢাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু মাঠ শুকিয়ে ফেলার উন্নত ব্যবস্থার অভাব দেখা গিয়েছে। রবিবার রাতে দেখা যায়, মাঠকর্মীরা টেবল ফ্যানের সাহায্যে পিচ শুকনো করার চেষ্টা করছেন। শ্রীলঙ্কার আর্থিক অবস্থা খুবই খারাপ। সেই কারণেই হয়তো সুপার সপার কিনতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি চলতে থাকলে তাঁদের পক্ষে মাঠ খেলার উপযুক্ত করে তোলা সম্ভব নয়।
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হয় ভালোভাবেই। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ তারকা শুবমান গিল ওপেন করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ১২১ রান। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন শুবমান। শুরুতে রোহিত কিছুটা রক্ষণাত্মক থাকলেও, পরে তিনিও আক্রমণ শুরু করেন। ১৩-তম ওভারে শাদাব খানের বলে পরপর ২টি ওভার বাউন্ডারি ও ১টি বাউন্ডারি মারেন ভারতের অধিনায়ক। এই ওভারে যোগ হয় ১৯ রান। শুবমান ও রোহিত অর্ধশতরান করেন। কিন্তু এরপরেই ছন্দপতন হয়। ৪৯ বলে ৫৬ রান করে শাদাবের বলে ফাহিম আশরফকে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। এরপর শুবমান ৪৯ বলে ৫৬ রান করে আফ্রিদির বলে আগা সলমনকে ক্যাচ দিয়ে ফিরে যান। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও কে এল রাহুল। সোমবার খেলা শুরু হলে এই জুটিই ভারতীয় দলের ভরসা।
আরও পড়ুন-
Shoaib Akhtar: সচিন তেন্ডুলকরের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন শোয়েব আখতার!
India Vs Pakistan: ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে ভারত-পাকিস্তান ম্যাচ
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে কী করতে হবে, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন বিরাট