08:47 PM (IST) Sep 10
রিজার্ভ ডে-তেই গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

সোমবার রিজার্ভ ডে-তে নতুন করে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এদিন যে অবস্থায় খেলা শেষ হয়েছে সেখান থেকেই খেলা শুরু হবে।

08:21 PM (IST) Sep 10
টেবল ফ্যান চালিয়ে পিচ শুকোনোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা

এখনও বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ। যত দ্রুত সম্ভব মাঠ ও আউটফিল্ড শুকনো করার চেষ্টা চালানো হচ্ছে।

07:52 PM (IST) Sep 10
রাত ৮টায় ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

আউটফিল্ড ও পিচ পরিদর্শন করে খুশি হতে পারেননি আম্পায়াররা। রাত ৮টায় ফের মাঠ পরিদর্শন করবেন তাঁরা।

07:39 PM (IST) Sep 10
মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে

এদিন ভারত-পাকিস্তান ম্যাচ নতুন করে শুরু করা যাবে কি না, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।

07:12 PM (IST) Sep 10
সন্ধে সাড়ে ৭টায় আউটফিল্ড ও পিচ পরিদর্শন করবেন আম্পায়াররা

কলম্বোয় বৃষ্টি থেমে গিয়েছে। ফলে এদিনই ফের শুরু হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

06:46 PM (IST) Sep 10
ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোর সম্ভাবনা বাড়ছে

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার হবে ম্যাচ। কিন্তু মঙ্গলবার আবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ।

06:16 PM (IST) Sep 10
এখনও সরানো সম্ভব হল না কভার, বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

মাঠকর্মীরা ম্যাচ শুরু করার চেষ্টা করছেন। কিন্তু এখনও ভিজে রয়েছে আউটফিল্ড। ফলে ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না।

05:50 PM (IST) Sep 10
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে

বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হয়। সেই রিজার্ভ ডে কাজে লাগতে পারে।

05:33 PM (IST) Sep 10
এখনও শুরু করা গেল না ম্যাচ, ঢেকে রাখা হয়েছে মাঠ

কলম্বোর আবহাওয়ার কারণে ফের ভারত-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটেছে। ভারতের ইনিংসের মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে খেলা।

05:09 PM (IST) Sep 10
পুরো মাঠ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা, কখন খেলা শুরু হবে বলা কঠিন

কলম্বোয় চলছে বৃষ্টি। ভারত-পাকিস্তান ম্যাচ ফের শুরু করা নিয়ে জটিলতা।

04:56 PM (IST) Sep 10
ফের ভারত-পাকিস্তান ম্যাচে হানা দিল বৃষ্টি, বন্ধ খেলা

২৪.১ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৪৭। বিরাট কোহলি ৮ ও কে এল রাহুল ১৭ রানে অপরাজিত। বৃষ্টির জন্য বন্ধ খেলা।

04:44 PM (IST) Sep 10
ভারতীয় দল ২ উইকেট হারানোর পর এখন ক্রিজে বিরাট কোহলি ও কে এল রাহুল

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বড় স্কোরের লক্ষ্যে কে এল রাহুল। ভালো ব্যাটিং করার লক্ষ্যে বিরাট কোহলিও।

04:29 PM (IST) Sep 10
৫৮ রান করে আউট শুবমান গিল, ভারতের দ্বিতীয় উইকেটের পতন

৫২ বলে ৫৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আগা সলমনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।

04:22 PM (IST) Sep 10
৫৬ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

৫৬ রান করে শাদাব খানের বলে ফাহিম আশরফকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ১২১ রানে প্রথম উইকেট হারাল ভারত।

04:09 PM (IST) Sep 10
পাকিস্তানের বিরুদ্ধে ৪২ বলে অর্ধশতরান ভারতের অধিনায়ক রোহিত শর্মার

পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে কিছুটা সংযত থাকলেও, এখন আক্রমণাত্মক ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন।

04:03 PM (IST) Sep 10
১৪-তম ওভারে ১০০ রান পেরিয়ে গেল ভারতীয় দল

ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ ওভারের খেলা চলছে। ভারতীয় দল বিনা উইকেটে ১০০ রান পেরিয়ে গেল।

03:59 PM (IST) Sep 10
পাকিস্তানের বিরুদ্ধে ৩৭ বলে অর্ধশতরান শুবমান গিলের

এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ব্যর্থ হলেও, সুপার ফোর পর্যায়ের ম্যাচে অর্ধশতরান করলেন শুবমান গিল।

03:46 PM (IST) Sep 10
১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬১

রোহিত শর্মা ও শুবমান গিলের দাপটে ভালো জায়গায় ভারতীয় দল। ১০ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ৬১। শুবমান ৪১ ও রোহিত ১৮ রানে অপরাজিত।

03:23 PM (IST) Sep 10
৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৭

পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। ৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৭। শুবমান ২৫ ও রোহিত ১০ রানে অপরাজিত।

02:59 PM (IST) Sep 10
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভরসা পেস বোলিং আক্রমণ

পাকিস্তানের হয়ে খেলছেন- ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

Read more Articles on