India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে ভারতের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখালেন। এবার ব্যাটাররা কোনও ভুল না করলেই সিরিজে এগিয়ে যাবে ভারত।
KNOW
India vs South Africa Third T20: ধর্মশালায় (Dharamsala) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ জিততে ভারতীয় দলের দরকার মাত্র ১১৮ রান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে গেল প্রোটিয়ারা। অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) একাই দলের অর্ধেকের বেশি রান করেন। তিনি ৪৬ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও জোড়া বাউন্ডারি। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ১৫ বলে ২০ রান করেন। অ্যানরিক নর্খিয়ে (Anrich Nortje) ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। মার্করাম লড়াই করতে না পারলে প্রোটিয়াদের স্কোর ১০০-এর কমই হত। ভারতের বোলারদের অসাধারণ পারফরম্যান্সের ফলে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ধসে গেল।
আর্শদীপদের অসাধারণ বোলিং
ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো বোলিং করলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এই স্পিনার চার ওভার বোলিং করে ১১ রান দিয়ে জোড়া উইকেট নেন। আর্শদীপ সিংও (Arshdeep Singh) ভালো বোলিং করেন। এই পেসার চার ওভার বোলিং করে ১৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। হর্ষিত রানাও (Harshit Rana) ভালো বোলিং করেন। তিনি চার ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। দলে ফিরে কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুই ওভার বোলিং করে ১২ রান দিয়ে জোড়া উইকেট নেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তিন ওভার বোলিং করে ২৩ রান দিয়ে এক উইকেট নেন। শিবম দুবে (Shivam Dube) তিন ওভার বোলিং করে ২১ রান দিয়ে এক উইকেট নেন।
দলে ফিরেই অসাধারণ বোলিং হর্ষিত-কুলদীপের
জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পরিবর্তে খেলার সুযোগ পেয়ে ভালো বোলিং করলেন হর্ষিত। অক্ষর প্যাটেলের (Axar Patel) পরিবর্তে দলে এসে কুলদীপও ভালো বোলিং করলেন। ব্যক্তিগত সমস্যায় এই ম্যাচে খেলছেন না বুমরা। অক্ষর অসুস্থ থাকায় এই ম্যাচে দলে নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


