Messi in Delhi: লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ইতিমধ্যেই দিল্লীতে ফিরে এসেছেন বিরাট কোহলি। তাই সোমবার, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে সস্ত্রীক কোহলি থাকতে পারেন বলেও জল্পনা চলছে।
Messi in Delhi: মেসির সঙ্গে কি এবার বিরাটের সাক্ষাৎ হবে? কারণ, সোমবার সকালে দিল্লী উড়ে যাবেন লিওনেল মেসি (messi in delhi)। ভারত সফরে এটিই তাঁর শেষ গন্তব্য। সেখানে ফুটবলের রাজপুত্র দেখা করবেন ভারতের প্রধান বিচারপতি এবং সেনাবাহিনীর প্রধানের সঙ্গে।
মেসি-কোহলি সাক্ষাৎ?
সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে ‘এলএম১০'-এর। অন্যদিকে, লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ইতিমধ্যেই দিল্লীতে ফিরে এসেছেন বিরাট কোহলি। তাই সোমবার, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে সস্ত্রীক কোহলি থাকতে পারেন বলেও জল্পনা চলছে (messi kohli meet)।
রবিবার মুম্বইতে, সচিন তেন্ডুলকর এবং সুনীল ছেত্রী-সহ একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব মেসির সঙ্গে দেখা করেছেন। তবে সেখানে বিরাট ছিলেন না। তবে শোনা গেছিল, তিনি আসতে পারেন। কিন্তু শেষপর্যন্ত, তিনি আসেননি। বরং, রবিবার অনুষ্কাকে নিয়ে কোহলি দিল্লী চলে আসায়, সোমবার মেসির সঙ্গে দেখা করার সম্ভাবনা বেড়েছে।
যদিও বিরাট কোহলির ঘনিষ্ঠ মহলের অনেকেই বলেছেন, তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই স্ত্রীকে নিয়ে ভারতে ফিরে এসেছেন। কিন্তু ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরাট কোহলি। তাঁকে নাকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দেশের রাজধানী দিল্লীতে সকাল ১০.৪৫ মিনিটে নামবেন মেসি।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ
এরপর শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেবেন এই কিংবদন্তি। তারপর সেখান থেকে সোজা যাবেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে ২০ মিনিট একান্তে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন লিওনেল মেসি। এরপর প্রফুল প্যাটেলের সরকারি বাংলোয় গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করবেন তিনি।
সেই সময়, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউচিনোরও থাকার কথা রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান রাহুল নবীনও থাকতে পারেন সেই সাক্ষাতে। ভিভিআইপিদের সঙ্গে দেখা করার পর, মেসির কনভয় পৌঁছে যাবে অরুণ জেটলি স্টেডিয়ামে। দুপুর ৩.৩০ মিনিট নাগাদ স্টেডিয়ামে ঢোকার কথা রয়েছে তাঁর।
বাকি তিনটি শহরের মতোই মাঠ প্রদক্ষিণ করবেন তিনি এবং তারপর কোচিং ক্লাসে অংশ নেবেন। সেইসঙ্গে, মিনার্ভা পাঞ্জাব অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন তিনি। একটি প্রদর্শনী ম্যাচও হবে সেখানে। তারপর মেসিকে মাঠের মাঝখানে নিয়ে গিয়ে সংবর্ধনা জানানো হবে। ভারতের দুই ক্রিকেটার মেসির হাতে একটি উপহার তুলে দেবেন বলে খবর। তাদের মধ্যে একজন সম্ভবত বিরাট কোহলি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।