India vs South Africa: প্রত্যাশামতোই ধর্মশালায় (Dharamsala) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এর ফলে সিরিজে ২-১ এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই সিরিজে এখনও দুই ম্যাচ বাকি।
KNOW
India vs South Africa T20I: বোলাররা ফর্মে ফিরতেই স্বমূর্তিতে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে সহজেই সাত উইকেটে জয় এল। ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), আর্শদীপ সিং (Arshdeep Singh), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav) অসাধারণ বোলিং করলেন। ফলে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), অক্ষর প্যাটেলের (Axar Patel) অভাব অনুভব করল না ভারতীয় দল। বোলারদের পর ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখালেন। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ফের ঝোড়ো ব্যাটিং করলেন। ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন অপর ওপেনার শুবমান গিল (Shubman Gill)। তিলক ভার্মাও (Tilak Varma) ভালো ব্যাটিং করলেন। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সের সুবাদেই ধর্মশালায় (Dharamsala) জয় পেল ভারত।
২৫ বল বাকি থাকতেই জয় ভারতের
এদিন ধর্মশালায় প্রোটিয়াদের বিরুদ্ধে ২৫ বল বাকি থাকতেই জয় পেল ভারতীয় দল। অভিষেক ১৮ বলে ৩৫ রান করেন। এই তরুণ ওপেনার তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। শুবমান ২৮ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি মারেন। তিলক ৩৪৫ বল খেলে ২৫ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ১২ রান করেন। শিবম দুবে (Shivam Dube) চার বল খেলে ১০ রান করে অপরাজিত থাকেন।
ভারতের বোলারদের দাপট
ধর্মশালায় ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান বরুণ। এই স্পিনার চার ওভার বোলিং করে ১১ রান দিয়ে জোড়া উইকেট নেন। আর্শদীপ চার ওভার বোলিং করে ১৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। হর্ষিত রানাও (Harshit Rana) ভালো বোলিং করেন। তিনি চার ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। দলে ফিরে কুলদীপ দুই ওভার বোলিং করে ১২ রান দিয়ে জোড়া উইকেট নেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তিন ওভার বোলিং করে ২৩ রান দিয়ে এক উইকেট নেন। শিবম দুবে (Shivam Dube) তিন ওভার বোলিং করে ২১ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


