Asia Cup 2025: রবিবার দুবাইতে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ। পহেলগাঁও হামলার প্রথমবার মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দী দেশের ক্রিকেটাররা। কী হতে পারে  ম্যাচের ফলাফল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Asia Cup 2025: পহেলগাঁওয়ে হামলার পর থেকেই তপ্ত ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক। আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে আদায় কাঁচকলায় সম্পর্ক রীতিমত। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। আর সেই আবহেই রবিবার দুবাইয়ে দুই চির প্রতিদ্বন্দী দেশের এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ। 

কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাক ম্যাচ?

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলছে ভারত বনাম পাকিস্তান। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দী দেশ। এই ম্যাচ নিয়ে শুধু ক্রিকেট মহলেই নয়, আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছিল রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও। দেশের একাংশ মানুষ সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। ইতিমধ্যেই এই ম্যাচ বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় রবিবারের ম্যাচ নিয়ে কোনও বাধা রইলো না।

যদিও ক্রিকেট মহলেও ভারত ও পাকিস্তানের এই ম্যাচ ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। অপারেশন সিঁদুরের পর এখন ২২ গজেও কী পাকিস্তানকে ধরাশায়ী করতে পারবে ভারত? এই প্রশ্নই এখ ঘুরছে সবার মুখে মুখে। এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তান এশিয়া কাপে মোট ১৯বার মুখোমুখি হয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে ৬টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আর ৩টি ম্যাচ অমীমাংশিত।

এশিয়া কাপের অভিযান ম্যাচে ইউএই -র বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছে ভারত। কুলদীপ যাদব, শিবম দুবে, যশপ্রীত বুমরাহ-র সামনে দাড়াতেই পারেনি ইউএই ব্যাটার-রা।মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় ইউএই-এর ইনিংস। মাত্র সাড়ে ৪ ওভারেই ১ইউকেট হারিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবরা। তবে ভারতের বোলার-রা এশিয়া কাপে দুবাইয়ের মাঠে নিজেদের প্রমাণ করলেও ভারতীয় ব্যাটার-রা গত ম্যাচে সেই সুযোগ পায়নি। তাই রবিবারের মেগা ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে টিমইন্ডিয়া।

এশিয়া কাপ জয়ে এর আগে এগিয়ে কোন দল?

এশিয়া কাপে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। আর সেই ম্যাচটিও হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই। মহম্মদ রিজওয়ানের ৭১ রান ও মহম্মদ নওয়াজের ২০ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। আর সেই জন্যই ইউএই-র বিরুদ্ধে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও পাকিস্তান ম্যাচ ভারতের খুব একটা সহজ হবে না।

তবে রবিবার ভারত পূর্ণ শক্তি নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামবে। যদিও পাকিস্তানের দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তার ওপর রবিবার ভারতের বিরুদ্ধে পাক অধিনায়ক সালমান আলি আঘার খেলা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ গত কয়েক দিনের অনুশীলনে দেখা যায়নি পাক অধিনায়ক সালমানকে। তবে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং দলগত শক্তির নিরিখে রবিবার সূর্যকুমার বুমরা-রা ফেভারিট হয়েই মাঠে নামবে তাতে কোনও সন্দেহ নেই।

এদিকে ছুটির দিনে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়েছে ক্রিকেট মহল থেকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও। এবারের ম্যাচে ভারত অপারেশন সিঁদুরের মতোই ২২ গজের মহারণে পাকিস্তানকে নাস্তানবুদ করতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট প্রেমী বিশ্ব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।