Asia Cup 2025: এই ম্যাচে কোন কোন বিষয় ঠিক ফ্যাক্টর হয়ে উঠতে পারে? যদিও গ্রুপ পর্বের লড়াই এবং সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। 

Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে মহারণ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, ভারত বনাম পাকিস্তান লড়াই। 

ফাইনাল ম্যাচের ফ্যাক্টর

আর এই ম্যাচে কোন কোন বিষয় ঠিক ফ্যাক্টর হয়ে উঠতে পারে? যদিও গ্রুপ পর্বের লড়াই এবং সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। ফলে, চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়া বেশ ভালো ফর্মেই রয়েছে। তবে যেহেতু এটা ফাইনাল ম্যাচ, তাই সতর্ক থাকতে হবে সূর্যকুমার যাদবদের। 

চলতি এশিয়া কাপে স্বপ্নের ফর্মে আছেন ওপেনার অভিষেক শর্মা। পাক বোলার শাহিন আফ্রিদির বলে বলে চার-ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তবে শাহিনও খারাপ খেলছন না। তাই এই দুটো বিষয় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। 

অপরদিকে, পাকিস্তানের বোলার হ্যারিস রাউফ চলতি এশিয়া কাপে বেশ ভালো ফর্মে আছেন। উল্টোদিকে ভারত অধিনায়ক সূর্যকুমারও চূড়ান্ত আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বের ম্যাচে, অপরাজিত থেকে ম্যাচ বের করে আনেন পাক দলের বিপক্ষে। 

স্পিনাররাই পার্থক্য গড়ে দেবেন?

এদিকে বিশ্বের অন্যতম সেরা পেসার যশপ্রীত বুমরার দিকেও নজর থাকবে। সঙ্গে অবশ্যই পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের দিকেও চোখ রাখতে হবে। তবে দুবাইয়ের পিচে, স্পিন কিন্তু ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে কুলদীপ যাদব আবারও ত্রাতা হয়ে উঠতে পারেন। তাছাড়া বরুণ চক্রবর্তীও রয়েছেন। স্বাভাবিকভাবেই, ভারতের পাল্লা অনেকটাই ভারী। তাই পাক স্পিনার মহম্মদ নওয়াজ এইদিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছেন। 

অন্যদিকে, ফাইনালের আগে পাক অধিনায়কের সঙ্গে ট্রফি ফটোশুট করতে ভারত রাজি হননি ভারত অধিনায়ক। এইরকমটাই খবর আসছে। তবে এশিয়া কাপের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। কার্যত, মহারণ। ফের একবার মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, ভারত বনাম পাকিস্তান লড়াই। এই ম্যাচে জিততে পারলে একই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করবে টিম ইন্ডিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।