Asia Cup 2025: প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে পাকিস্তান। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

Asia Cup 2025: এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে (asia cup live score) রবিবার, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan live)।

Scroll to load tweet…

প্রথমে ব্যাট করে কত রান তুলল পাকিস্তান?

যে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে পাকিস্তান। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর ব্যাট করতে নেমে, শুরুটা খারাপ করেনি পাক ক্রিকেট দল। ওপেনার সাহেবজাদা ফারহান করেন ৪৫ বলে ৫৮ রান এবং আরেক ওপেনার ফখর জামানের সংগ্রহে ১৫ রান। এছাড়া সাইম আইয়ুবের ঝুলিতে ২১ রান, হুসেইন তালাত করেন ১০ রান এবং মহম্মদ নওয়াজের সংগ্রহে ২১ রান। অধিনায়ক সলমান আঘা করেন মাত্র ১৭ রান এবং ফাহিম আশরাফের সংগ্রহে ৮ বলে ২০ রান। 

Scroll to load tweet…

কার ঝুলিতে কটি উইকেট? 

অপরদিকে, ভারতের হয়ে ২টি উইকেট নেনে শিবম দুবে এবং ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে ৪৫ রান দিয়েও একটিও উইকেট পাননি ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরা। 

ভারতের জয়ের জন্য দরকার ১৭২ রান। এদিকে এদিনও টসের পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আঘার সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।এমনকি, তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন যে, বাকি ম্যাচগুলির মতোই এটা একটা ম্যাচ। আলাদা করে পাকিস্তানকে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচেও টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান সূর্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।