Asia Cup 2025: এশিয়া কাপ সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তান এবং বাংলাদেশের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা, দুই দলের জন্যই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় অপরিহার্য। 

Asia Cup 2025: এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। উল্লেখযোগ্যভাবে, ভারতের কাছে গত ম্যাচে হেরেছে পাকিস্তান এবং অন্যদিকে, বাংলাদেশের কাছেও পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। 

আবু ধাবিতে রাত ৮টায় খেলা শুরু হবে

ফলে, ফাইনালে জিতে গেলে এই ম্যাচে জিততেই হবে। শেষপর্যন্ত, কোন দল জয় পায়, সেটাই দেখার। অর্থাৎ, দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে, দুটি দলের কেউই জয় ছাড়া কিছু ভাবছে না। এদিনের ম্যাচে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আবু ধাবিতে রাত ৮টায় খেলা শুরু হবে। 

সোনি টেনের একাধিক চ্যানেলে এবং সোনি লিভ অ্যাপে সরাসরি ম্যাচটি দেখা যাবে। প্রসঙ্গত, আবু ধাবিতে খেলা দুটি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে। সুপার ফোরের প্রথম ম্যাচে, বাংলাদেশ ৪ উইকেটে শ্রীলঙ্কাকে হারায়। অন্যদিকে, ভারতের বিপক্ষে পাকিস্তান আবার ৬ উইকেটে পরাজিত হয়।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ 

পাকিস্তানঃ সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সলমান আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হ্যারিস রাউফ, আবরার আহমেদ

শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থা চামিরা, নুয়ান থুশারা।

চলতি টুর্নামেন্টে ভালো পারফর্ম করেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। সেই ম্যাচে, অলরাউন্ডার দাসুন শানাকার একার লড়াই তাদের বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছিল। তবে টুর্নামেন্টের ফাইনালে যেতে হলে, এই ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।