Asia Cup 2025: প্রসঙ্গত, গত ২০২৩ সালে এশিয়া কাপ জয়ের পর মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার সেই পরিমাণ সোজা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। 

Asia Cup 2025: এশিয়া কাপের আসরে এবার যেন সত্যিই টাকার ছড়াছড়ি (asia cup squad india 2025 live)। কারণ, মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর, এবার এশিয়া কাপের পুরস্কার মূল্যও অনেকটা বৃদ্ধি পেয়েছে (asia cup 2025 india squad)। 

পুরস্কার মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে

জানা জচ্ছে, চ্যাম্পিয়ন এবং রানার্স দলের পুরস্কার মূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা এসিসি কোনও ঘোষণা করেনি এই বিষয়। তবে সূত্রের খবর, পুরস্কার মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।

Scroll to load tweet…

প্রসঙ্গত, গত ২০২৩ সালে এশিয়া কাপ জয়ের পর মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার সেই পরিমাণ সোজা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার চ্যাম্পিয়ন দল পাবে মোট ২ কোটি ৬০ লক্ষ টাকা। আর যে দল রানার্স হবে, তারা পাবে ১ কোটি ৩০ লক্ষ টাকা । 

অন্যদিকে, প্রতিযোগিতার সেরা ক্রিকেটার পাবেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে, প্রতিযোগিতা শুরুর আগে বা প্রতিযোগিতা চলাকালীন পুরস্কার মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করে দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে

উল্লেখ্য, এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। দুবাই এবং আবু ধাবি স্টেডিয়ামে, এশিয়া কাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার মোট ৮টি দল খেলতে নামছে এই মেগা প্রতিযোগিতায়। 

গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। অপরদিকে, গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং। গ্রুপ পর্বে সব দল দব দলের সঙ্গে খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল পৌঁছবে সুপার ফোরের লড়াইতে। 

সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলতে নামবে। তারপর সেখান থেকে শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।