Asia Cup 2025: চলতি এশিয়া কাপে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর, সাংবাদিক সম্মেলনে এসে র্যকুমার পাকিস্তানকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা না করার কথা জানান। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলার মানের পার্থক্য নিয়ে।

Asia Cup 2025: “ভারত-পাকিস্তান লড়াইয়ে এখন কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই", সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতে ঠিক এই কথাটা বলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এবার এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। 

সূর্য বনাম শাহীন বাকযুদ্ধ

চলতি এশিয়া কাপে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর, সাংবাদিক সম্মেলনে এসে র্যকুমার পাকিস্তানকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা না করার কথা জানান। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলার মানের পার্থক্য নিয়ে। তার উত্তরে সূর্যকুমার হেসে বলেন, ‘স্যার! আমি আপনাকে বলতে চাই, এখন থেকে ভারত-পাকিস্তান ম্যাচকে আর চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই বলবেন না।আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয, এবার আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে প্রশ্ন বন্ধ করে দেওয়া উচিৎ। আমার মতে, ১৫-২০টা ম্যাচ খেলে যদি স্কোরলাইন ৭-৭ অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি যদিও সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০ বা ১০-১ হয়, তাহলে আর সেটা কোনও লড়াই থাকে না। তবে তো এটা কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।"

হেরে গিয়ে আজব দাবি

নিঃসন্দেহে চাঁচাছোলা আক্রমণ। একে তো মাঠের ভিতরে হারিয়ে এসেছে ভারত এবং তারপর সাংবাদিক সম্মেলনে এসেও মুডে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। বৃহস্পতিবার, বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে, একটি সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের মন্তব্যের জবাবে শাহীন আফ্রিদি ফাইনালে দেখা করার কথা বলেন। তাঁর কথায়, “সূর্যকুমার যাদব যা খুশি বলতে পারেন, তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। বর্তমানে আমরা বা ওরা কেউই ফাইনালে পৌঁছইনি। রবিবার ,ফাইনালে যদি আবার দেখা হয়, তাহলে বোঝা যাবে যে, কী আছে আর কী নেই। ততদিন অবধি অপেক্ষা করুন। আমরা এখানে এশিয়া কাপের শিরোপা জিততে এসেছি। তার জন্য সেরা পারফরম্যান্সই দেব।"

এদিকে বুধবার, এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের ফাইনালে যাওয়া নিশ্চিত। অপরদিকে, সুপার ফোরের দুটি ম্যাচে হেরে, শ্রীলঙ্কা ইতিমধ্যেই ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। বৃহস্পতিবার, পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে দল জিতবে, তারা ফাইনালে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।