Asia Cup 2025: জয়ের পর মুখ খুললেন সেই তিলক ভার্মা। ভারতের এই তরুণ তারকা জানালেন, ম্যাচ চলাকালীন পাকিস্তান ক্রিকেটারদের কাছ থেকে অনেক টিটকিরি শুনেছেন। তবে সব জবাব ব্যাট দিয়েই দিয়েছেন। 

Asia Cup 2025: এশিয়া কাপ ফাইনালে, ভারতের অন্যতম ভরসা হয়ে উঠলেন তিলক ভার্মা (asia cup 2025)। চাপের মুখেও দুরন্ত ব্যাটিং করে ভারতকে জয় এনে দিলেন। টানটান উত্তেজনার ম্যাচে রবিবার, তিলক ভার্মা অসাধারণ ব্যাটিং-এর উপরেই নির্ভর করে জয় ছিনিয়ে এনেছে ভারত (ind vs pak)। 

মুখ খুললেন তিলক

আর জয়ের পর মুখ খুললেন সেই তিলক ভার্মা। ভারতের এই তরুণ তারকা জানালেন, ম্যাচ চলাকালীন পাকিস্তান ক্রিকেটারদের কাছ থেকে অনেক টিটকিরি শুনেছেন। তবে সব জবাব ব্যাট দিয়েই দিয়েছেন।

Scroll to load tweet…

রবিবার, রিঙ্কু সিং চার মেরে ভারতকে জেতান। তারপরেই ব্যাট ফেলে হেলমেট খুলে মাঠের মধ্যে দৌড় এবং পাকিস্তানের ফিল্ডারদের দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করেন তিলক। ম্যাচের পর, সোশ্যাল মিডিয়াতে তিলক ভার্মার ব্যাটিংয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ হ্যারিস স্লেজিং করছেন তিলককে। হ্যারিস চেঁচিয়ে বলতে থাকেন, “এটা মুম্বই ইন্ডিয়ান্স না! এটা আইপিএল না! এরপরেই তেতে ওঠেন তিলক।

উপযুক্ত জবাব তিলকের ব্যাটে

ম্যাচের পর তিলক ভার্মা জানান, “ব্যাট দিয়ে জবাব দিতে চেয়েছিলাম। কারণ, ওরা ভীষণ বকবক করছিল। তাই ঠিক করলাম, ব্যাট দিয়েই জবাব দেবো। কিন্তু এখন আর কোথাও ওদের দেখতে পাচ্ছি না।” সেই কথা বলেই পাকিস্তানের ক্রিকেটারদের খুঁজতে শুরু করেন তিলক ভার্মা। তবে হেরে গিয়ে আর দেখা মেলেনি কোনও পাক ক্রিকেটারের।

এরপরেই শিবম জানান, তিনিও বাকি সেই একই কাজ করেছেন। তাঁর কথায়, “তোমার মতো আমার ব্যাটও যেন আজ কথা বলেছে। তবে আমাকে উদ্দেশ্য করে খুব একটা কিছু বলেনি ওরা।”

তিলকের কথায়, “স্টেডিয়ামে অনেক দর্শক বন্দে মাতরম ধ্বনিতে চিৎকার করছিলেন। আর সেটা শুনেই চাঙ্গা হয়ে যাচ্ছিলাম। আমি শুধু একটা কথাই বলতে চাই, ভারতমাতা কি জয়।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।