Asia Cup 2025: এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত এবারও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তারপরেও ট্রফি পায়নি ভারতীয় দল। এ বিষয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। তবে এবার সমস্যা মেটার বিষয়ে আশাবাদী বিসিসিআই (BCCI)।
KNOW
Asia Cup 2025 Trophy Row: দূর থেকে হুঁশিয়ারিতে কাজ হয়নি। এবার সরাসরি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে দেখা করে এশিয়া কাপ ট্রফি নিয়ে বিতর্ক মেটানোর উদ্যোগ নিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)। দুবাইয়ে (Dubai) আইসিসি-র (ICC) বৈঠকের মাঝেই নকভির সঙ্গে কথা বলেন দেবজিৎ। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘আমি আইসিসি-র আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিয়েছি। পিসিবি চেয়ারপার্সন মহসিন নকভিও সেখানে ছিলেন। আনুষ্ঠানিক বৈঠকের মাঝে আমার ও পিসিবি প্রধানের আলাদা বৈঠকের ব্যবস্থা করে দেয় আইসিসি। এই বৈঠক হওয়ার কথা ছিল না। তবে এই বৈঠক হয়। আইসিসি-র এক উচ্চপদস্থ কর্তা এবং অন্য এক কর্তাও এই বৈঠকে ছিলেন।’
কবে এশিয়া কাপ ট্রফি পাবে ভারতীয় দল?
ভারতীয় দল কবে এশিয়া কাপ ট্রফি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি বিসিসিআই সচিব। তবে তিনি বলেছেন, ‘আলোচনার প্রক্রিয়া শুরু হওয়া খুব ভালো ব্যাপার। দু’পক্ষই আন্তরিকভাবে বৈঠকে যোগ দেয়। আইসিসি বোর্ড মিটিংয়ের মাঝেই এই বৈঠক হয়েছে। যত দ্রুত সম্ভব যাতে এই সমস্যা মেটানো যায়, তার জন্য দুই পক্ষই চেষ্টা করবে। এখন বরফ গলেছে। ফলে অনেক সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। অন্য পক্ষ থেকেও সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আমরাও এই সমস্যা মেটানোর জন্য প্রস্তাব দেব। আমরা এই সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টাও করব।'
দুবাইয়ে এশিয়া কাপ ট্রফি
এশিয়া কাপ ফাইনালের পর নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। এরপর ট্রফি ও পদক নিয়ে পাকিস্তানে পালিয়ে যান নকভি। তিনি ভারতীয় দলকে ট্রফি ও পদক দিতে চাননি। তবে পরে বিসিসিআই-এর চাপের মুখে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে ট্রফি পাঠিয়ে দেন নকভি। যদিও তিনি নির্দেশ দেন, তাঁর অনুমতি ছাড়া ভারতীয় দলকে ট্রফি দেওয়া যাবে না। তাঁর কাছ থেকেই ট্রফি নিতে হবে ভারতীয় দলকে। এবার এই সমস্যা মিটতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


