- Home
- Sports
- Cricket
- Asia Cup 2025: সুপার ফোরে আবার ভারতের সামনে পাকিস্তান! ফের একবার প্রতিপক্ষকে হারাতে প্রস্তুত টিম ইন্ডিয়া?
Asia Cup 2025: সুপার ফোরে আবার ভারতের সামনে পাকিস্তান! ফের একবার প্রতিপক্ষকে হারাতে প্রস্তুত টিম ইন্ডিয়া?
Asia Cup 2025: চলতি এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে, ফের একবার ভারত বনাম পাকিস্তান লড়াই হতে চলেছে।

ভারত বনাম পাকিস্তান, আবার লড়াই
বুধবার সংযুক্ত আরব আমিরশাহীকে ৪১ রানে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যেই সুপার ফোর পর্বে যোগ্যতা অর্জন করেছে। ভারত গ্রুপ থেকে প্রথম স্থানে রয়েছে। ফলে, এই দুই দল আবার মুখোমুখি হবে।
এশিয়ানেট নিউজ বাংলার ওয়েবসাইটে লাইভ স্কোর দেখতে পারেন
চলতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান গ্রুপ এ থেকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তাই আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল ফের একবার মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে। আপনি এটি সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপে সরাসরি দেখতে পাবেন। সেইসঙ্গে, এশিয়ানেট নিউজ বাংলার ওয়েবসাইটে লাইভ স্কোর দেখতে পারেন।
শেষ ৫টি ম্যাচে ভারত জয় পেয়েছে
এই ম্যাচেও নিঃসন্দেহে ভারতীয় দল তাদের জয়ের ধারাকে বজায় রাখতে চাইবে। অন্যদিকে, সলমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল ১৪ই সেপ্টেম্বরের হারের প্রতিশোধ কি নিতে পারবে? এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ভারত এবং পাকিস্তান মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে মোট ১১টি ম্যাচে। সেখানে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচে। শেষ ৫টি ম্যাচে ভারত জয় পেয়েছে।
'নো হ্যান্ডশেক' বিতর্ক
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের পর থেকেই উত্তেজনা আরও বেড়েছে। কারণ, চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে টসের পর, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করার জন্য পাক অধিনায়ক সলমান আঘাকে নির্দেশ দেন পাইক্রফট। এমনই অভিযোগ তুলে, পাইক্রফটকে সরানোর দাবি জানায় পাকিস্তান। এমনকি, তারা এও বলে যে, যদি ম্যাচ রেফারিকে সরানো না হয়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাক দল মাঠে নামবে না এবং এশিয়া কাপ থেকেও তারা সরে দাঁড়াবে।
তবে এবার কিন্তু নক-আউটের লড়াই
যদিও পরে তা হয়নি। পাকিস্তান খেলতেও নেমেছে এবং আইসিসিও কড়া অবস্থান নিয়েছে। আর সেই আবহের মাঝেই আবার ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তবে এবার কিন্তু নক-আউটের লড়াই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

