সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকজন আছেন যাঁরা ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টগুলিতে ভালো পারফরম্যান্স দেখিয়েও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তাঁদেরই অন্যতম প্রিয়াঙ্ক পাঞ্চাল।
১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৭,০০০-এর বেশি রান। ২৭টি শতরান। সর্বাধিক স্কোর অপরাজিত ৩১৪। কিন্তু তারপরেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি গুজরাটের অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। একাধিকবার ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন, কিন্তু খেলার সুযোগ আসেনি। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও খেলার সুযোগ নেই। তবে তাতে মন খারাপ করছেন না প্রিয়াঙ্ক। ১৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুঝেছেন, জাতীয় দলে সুযোগ পাওয়া তাঁর হাতে নেই। তাঁকে শুধু ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে। তারপর যদি নির্বাচকরা মনে করেন তাহলে সুযোগ দেবেন। না হলে ঘরোয়া ক্রিকেটই খেলে যেতে হবে।
এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রিয়াঙ্ক বললেন, 'সুযোগ পাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই। আমি শুধু খেলে যেতে পারি। যে দলের হয়ে যখনই খেলি না কেন, নিজের সেরাটা দিয়ে সবসময় দলকে জেতানোর চেষ্টা করি। ভবিষ্যতেও সেটাই করে যাব।'
১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০০৮ থেকে খেলছেন। এত বছর ধরে খেলার পর এখন কীভাবে নিজেকে তৈরি করেন? প্রিয়াঙ্ক জানালেন, 'আমি এখনও নিজেকে শিক্ষার্থীই মনে করি। আমি সবসময় শেখার চেষ্টা করি। আমার অভিজ্ঞতা আছে, কোন পরিস্থিতিতে কী করা উচিত সেটা জানি। কিন্তু ম্যাচের সময় নতুন করে শুরু করতে হয়। আমি ২০০ বা ৩০০ রান করলেও, পরের দিন নতুন করেই শুরু করতে হয়। সেটাই সবসময় মাথায় রাখি।'
এবারের দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক প্রিয়াঙ্ক। তাঁর দলে আছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা। এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় সুবিধা হবে বলেই মনে করেন প্রিয়াঙ্ক। তাঁর বক্তব্য, 'চেতেশ্বর ভাই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর কাছ থেকে সবসময় শেখার সুযোগ পাওয়া যায়। তিনি দলে থাকায় আমাদের সুবিধাই হবে।'
নতুন মরসুমে ব্যক্তিগত লক্ষ্য কী? প্রিয়াঙ্ক জানালেন, 'নতুন কোনও লক্ষ্য নেই। নিজের কাজটা ঠিকমতো করে যেতে চাই। দলের জন্য সবসময় সেরাটা দিতে চাই, রান করে যেতে চাই এবং দলকে জেতাতে চাই।'
অফ-সিজনে কীভাবে নিজেকে তৈরি করেন? প্রিয়াঙ্ক জানালেন, 'আমি সবসময় ফিটনেসের উপর জোর দিই। অফ-সিজনে সকাল ৭-টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অনুশীলনের মধ্যে থাকি। যোগাসন করি, ধ্যান করি, শরীরচর্চা করি, ছুটি, নেটে পেসার ও স্পিনারদের বলে ব্যাটিং অনুশীলন করি। এভাবেই দিন কেটে যায়।'
খেলায় শিক্ষার গুরুত্ব কতটা? প্রিয়াঙ্কের মতে, 'সবকিছুতেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্রিকেটই নয়, সব খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই শিক্ষিত হওয়া জরুরি। আমরা খেলে যে টাকা পাই, সেটা কীভাবে ব্যবহার করব, সেটা বোঝা জরুরি। শিক্ষা না থাকলে সেটা সম্ভব নয়।'
আরও পড়ুন-
ধরমশালা স্টেডিয়ামের নতুন আউটফিল্ডে বিশ্বকাপের ৫টি ম্যাচ, উচ্ছ্বসিত কর্তারা
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, আকাশছোঁয়া আমেদাবাদের হোটেলের ভাড়া
Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়