AUS vs WI: গ্রিন, ইংলিস এবং ম্যাক্সওয়েলের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই অস্ট্রেলিয়া টানা চতুর্থ টি-২০ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে।

AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া এবার টানা চতুর্থ ম্যাচে জয় পেল। সেই ম্যাচে তিন উইকেটের জয় পেয়েছে অজিরা। টসে হেরে ব্যাট করতে নেমে, নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ৩১ রান করা শেফানে রাদারফোর্ড ছিলেন সর্বোচ্চ স্কোরার। তবে অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা তিন উইকেট নিয়েছেন। 

ভালো ব্যাটিং অস্ট্রেলিয়ার

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে, মাত্র সাত উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া। জশ ইংলিস করেন ৫১ রান, ক্যামেরন গ্রিনের ঝুলিতে ৫৫ রান এবং গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহে ৪৭ রান। এদিকে জেডেন ব্লেড তিন উইকেট পান।

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে, অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শ ফিরে যান খালি হাতে। ব্লেডের বলে উইকেটের সামনে আটকা পড়ে যান তিনি। এরপর ম্যাক্সওয়েল-ইংলিস জুটি ৬৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। পাওয়ার প্লে-র ঠিক পরের প্রথম বলেই সেই জুটি যদিও ভেঙে যায়। 

ইংলিসকে আউট করে দেন রোমারিও শেফার্ড 

৩০ বলে একটি ছক্কা এবং ১০টি চার মারেন তিনি। এরপর গ্রিনের সঙ্গে জুটি বেঁধে ম্যাক্সওয়েল ৬৩ রান যোগ করেন। খেলার ১১তম ওভারে, রোমারিও শেফার্ডের বলে আউট হয়ে যান ম্যাক্সওয়েল। ১৮ বলে ছয়টি ছক্কা এবং একটি চার মারেন তিনি।

এরপর মাঠে নামা মিচেল ওভেন করেন ২ রান, কুপার কনোলি খালি হাতে, অ্যারন হার্ডির সংগ্রহে ২৩ রান এবং জেভিয়ার বার্টলেটের ঝুলিতে ৯ রান! কিন্তু আসল কাজ তো ম্যাক্সওয়েল করে দিয়ে চলে গেছেন ততক্ষণে। আর সেই সুবাদেই, অস্ট্রেলিয়া তাদের চতুর্থ জয়টি নিশ্চিত করে। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারই অর্ধশতক পূর্ণ করতে পারেননি। 

রাদারফোর্ড ছাড়াও রভম্যান পাওয়েল করেন ২৮ রান, শেফার্ডের ঝুলিতে ২৮ রান এবং জেসন হোল্ডার ২৬ রান উপহার দেন। ব্রেন্ডন কিং (১৮), শাই হোপ (১০), রোস্টন চেজ (০), শিমরন হেটমেয়ার (১৬), ম্যাথু ফোর্ড (১৫) রান করে আউট হন। আকেল (১৬), ব্লেড (৩) রান করে অপরাজিত থাকেন। প্রথম তিনটি টি-২০ ম্যাচে জিতে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে জয় আগেই নিশ্চিত করেছিল। 

এবার চতুর্থ টি-২০ ম্যাচটিও তারা জিতে নিল। আর একটি মাত্র ম্যাচ বাকি আছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।