Australia vs England:  প্রথম দিনেই ২০টি উইকেটের পতন হয়। এরপরই পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে যায় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। 

Australia vs England: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শেষ মাত্র দুদিনেই। তারপরেই সমালোচনা শুরু হয়ে গেল মেলবোর্নের পিচ নিয়ে (australia vs england)। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে গেল। টানা তিন ম্যাচে হারের পর, ইংল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করে বক্সিং ডে টেস্টে (ashes live)। 

প্রথম দিনেই ২০টি উইকেটের পতন হয়। এরপরই পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে যায় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। প্রসঙ্গত, মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে কিউরেটর ম্যাট পেজ পাঁচদিন ধরে এই ম্যাচ চলবে বলে জানান। কিন্তু বাস্তবে তা একেবারেই হয়নি। 

ইংল্যান্ড আবার ১১০ রানেই গুটিয়ে যায়

দুই দলের পেসাররা রীতিমতো দাপট দেখান। তাদের সিম মুভমেন্টের সামনে দুই দলের ব্যাটসম্যানরাই কার্যত, ভেঙে পড়েন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার ইনিংস ১৫২ রানে শেষ হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জশ টং পাঁচটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে, ইংল্যান্ড আবার ১১০ রানেই গুটিয়ে যায়। 

অস্ট্রেলিয়ার হয়ে নেসার চারটি এবং বোল্যান্ড তিনটি উইকেট পান। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হয়ে যায়। পিচের ১০ মিলিমিটার লম্বা ঘাসের উপর বলগুলি পড়ে যেন আগুনের গোলার মতো ছুটছিল। বর্ডার-গাভাসকার ট্রফিতে এই একই পিচে ভারতকে হারাতে অস্ট্রেলিয়াকে পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়তে হয়েছিল।

এই প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, এমন একটি উইকেটে ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না। ১৯০৯ সালের পর, এই প্রথম অ্যাশেজ সিরিজের প্রথম দিনে কুড়িটি উইকেট পড়ল। ১১৬ বছর আগে একই ঘটনা এই মেলবোর্নেই ঘটেছিল। যা বেশ আকর্ষণীয়। চলতি সিরিজের পার্থ টেস্টের প্রথম দিন, ১৯টি উইকেট পড়ে। মেলবোর্ন তাকেও ছাপিয়ে গেল। 

স্কোরলাইন কী বলছে?

দ্বিতীয় দিনে ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ইংল্যান্ড ৬ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। 

স্কোরলাইনঃ 

অস্ট্রেলিয়া ১৫২ ও ১৩২ 

ইংল্যান্ড ১১০ ও ১৭৮/৬। 

এর আগে, প্রথম তিনটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজ নিজেদের কব্জায় করে নেয়। বর্তমানে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের শেষ টেস্টটি আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।