Shubman Gill: খেলোয়াড়রা সমালোচকদের জবাব দেন পারফরম্যান্সের মাধ্যমে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ঠিক সেটাই করলেন এই ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল।
KNOW
Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৬৭ রান করল ভারতীয় দল। সহ-অধিনায়ক ও ওপেনার শুবমান গিল (Shubman Gill) এই ইনিংসে সবচেয়ে ভালো ব্যাটিং করলেন। তিনি সমালোচনার জবাব দিয়ে ৩৯ বলে ৪৬ রান করলেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এদিনও ভালো ব্যাটিং করেন। তিনি ২১ বলে ২৮ রান করেন। তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন অভিষেক। শিবম দুবে (Shivam Dube) ১৮ বলে ২২ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ১০ বলে ২০ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
ভারতের মিডল অর্ডার ব্যর্থ
শুবমান ও অভিষেকের ওপেনিং জুটিতে যোগ হয় ৫৬ রান। এরপর শিবমকে সঙ্গে নিয়ে দলের স্কোর ৮৮-তে পৌঁছে দেন শুবমান। তিনি নিজে আউট হন দলের ১২১ রানের মাথায়। এরপরেই রানের গতি কমে যায়। তিলক ভার্মা (Tilak Varma) ছয় বল খেলে পাঁচ রান করেই আউট হয়ে যান। জিতেশ শর্মা (Jitesh Sharma) চার বল খেলে তিন রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) সাত বল খেলে ১২ রান করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) তিন বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এক রান করে অপরাজিত থাকেন।
অসাধারণ বোলিং নাথান এলিসের
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন নাথান এলিস (Nathan Ellis)। তিনি চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। অ্যাডিম জাম্পা (Adam Zampa) চার ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন। জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett) চার ওভার বোলিং করে ২৬ রান দিয়ে এক উইকেট নেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) চার ওভার বোলিং করে ৪১ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


