Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার তৃতীয় ম্যাচ তাঁর কাছে বড় পরীক্ষা।
KNOW
India tour of Australia, 2025: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বারবার ব্যর্থ হলে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের পর তিনি বলেছেন, ‘ওকে খুব দ্রুত রান পেতে হবে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে প্রতিযোগিতা এমনই যে কারও পক্ষে নিশ্চিন্ত থাকা সম্ভব নয়। বিরাট, রোহিত (শর্মা) (Rohit Sharma) বা অন্য যে খেলোয়াড়ই হোক না কেন, তার পক্ষে নিশ্চিন্ত থাকা সম্ভব হচ্ছে না। কারও কাজই সহজ হবে না। ভারতীয় দলে প্রতিযোগিতা এতই কঠিন। আজ আবার ব্যর্থ হল বিরাট। ওর ফুটওয়ার্ক নিয়ে কিছু সমস্যা হচ্ছে। সবসময় ওর ফুটওয়ার্ক নিয়ে সমস্যা হয় না। ওয়ান-ডে ক্রিকেটে ওর রেকর্ড বিস্ময়কর। ফলে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় ও হতাশ হবে।’
জাতীয় দল থেকে বাদ পড়বেন বিরাট?
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) বিরাট খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছে। এবারের অস্ট্রেলিয়া সফরের আগে থাকতেই জল্পনা চলছিল, এই সফরের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে পারেন বিরাট ও রোহিত। বৃহস্পতিবার দ্বিতীয় ওডিআই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন রোহিত। কিন্তু বিরাট এই সিরিজে এখনও রান পাননি। তিনি দুই ম্যাচ মিলিয়ে ১২ বল খেলেছেন। ফলে দলে জায়গা হারাতে পারেন বিরাট।
শনিবারই শেষ আন্তর্জাতিক ম্যাচ বিরাটের?
বৃহস্পতিবার অ্যাডিলেডে (Adelaide) চার বল খেলে শূন্য রানে আউট হয়ে ফিরে যাওয়ার সময় দর্শকদের উদ্দেশ্যে বিদায়ের ইঙ্গিত দেন বিরাট। এরপরেই জল্পনা শুরু হয়েছে, শনিবার তৃতীয় ম্যাচের পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন। যদিও এ বিষয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতে, এভাবে ব্যর্থ হয়ে সরে যাওয়ার মতো ক্রিকেটার নন বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


