- Home
- Sports
- Cricket
- Robinhood: তেলুগু ছবি 'রবিনহুড'-এ অভিনয় করছেন, প্রকাশ্যে ডেভিড ওয়ার্নারের ফার্স্ট লুক
Robinhood: তেলুগু ছবি 'রবিনহুড'-এ অভিনয় করছেন, প্রকাশ্যে ডেভিড ওয়ার্নারের ফার্স্ট লুক
David Warner: তেলুগু সিনেমা 'রবিনহুড'-এ শ্রীলীলা ও নিতিনের সঙ্গে অভিনয় করতে চলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
| Published : Mar 16 2025, 08:54 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
13
)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার অভিনেতার ভূমিকায় ডেভিড ওয়ার্নার
তেলুগু সিনেমা রবিনহুড-এ অভিনয় করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই ছবিতে নিতিন ও শ্রীলীলাকেও দেখা যাবে। ছবিটি ২৮ মার্চ মুক্তি পাওয়ার কথা।
23
'এক্স' হ্যান্ডলে তাঁর অভিনীত তেলুগু ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার তাঁর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে তেলুগু ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন। তিনি ভারতীয় সিনেমায় যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সিনেমার পোস্টারও শেয়ার করেছেন ওয়ার্নার। 'রবিনহুড' পরিচালনা করেছেন ভেঙ্কি কুডুমুলা। সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার।
33
অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলেও, আইপিএল-এ খেলার সুবাদে ভারতে অত্যন্ত জনপ্রিয় ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার ভারতে খুবই জনপ্রিয়। সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক তিনি। 'পুষ্পা' সিনেমার গানের সঙ্গে তাঁর নাচের ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।