সংক্ষিপ্ত

এশিয়ার কাপ ফাইনালের আগে চোট পেলেন অক্ষর প্যাটেল। দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর গত কাল বাংলাদেশের বিরুদ্ধে শেষ সুপার ফোরের ম্যাচে আঙুলে চোট পান। তাই তড়িঘড়ি আর এক স্পিনিং অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দেশে থেকে উড়িয়ে আনছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এশিয়ার কাপ ফাইনালের আগে চোট পেলেন অক্ষর প্যাটেল। দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর গত কাল বাংলাদেশের বিরুদ্ধে শেষ সুপার ফোরের ম্যাচে আঙুলে চোট পান। তাই তড়িঘড়ি আর এক স্পিনিং অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দেশে থেকে উড়িয়ে আনছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

গত কাল ব্যাটিং করার সময় আঙুলে চোট পান অক্ষর। খেলার মাঝে আঙুলে স্প্রে নেন তিনি। পরে থাইয়ে মোটা স্ট্র্যাপিংও করা হয় অক্ষরের। বিশ্বকাপ দলে রয়েছেন অক্ষর। আর সপ্তাহ তিনেকের মধ্যে বিশ্বকাপ শুরু হচ্ছে। ফলে এশিয়ার কাপের ফাইনালে অক্ষরকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না রোহিত এবং দ্রাবিড়।

ওয়াশিংটন রয়েছেন ভারতের এশিয়ান গেমসের দলে। বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে রয়েছেন তিনি। সেখান থেকেই উড়ে যাবেন কলম্বোয়। শনিবারই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অক্ষরের চোটের বিষয় অবশ্য ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রবিবার এশিয়া কাপ ফাইনালের পর আবার এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ওয়াশিংটন। বাঁ হাতে ব্যাট করার সঙ্গে সঙ্গে অফ স্পিন করেন তিনি। গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছেন তিনি।