সংক্ষিপ্ত
চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইপিএল-এর শুরুতেই নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
Ball Tampering Allegation: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের মাঝেই চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং পেসার খলিল আহমেদের হাতবদলের একটি ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও এই অভিযোগের পাল্টা জবাবও এসে গেছে ইতিমধ্যেই (CSK ball tampering 2025 news)।
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বল করার আগে রুতুরাজ গায়কোয়াড়কে ডাকছেন খলিল আহমেদ। রুতুরাজ যাওয়া মাত্রই পকেট থেকে কিছু একটা বের করে তাঁর হাতে দিয়ে দেন খলিল। এরপর সেটি নিজের পকেটে ঢুকিয়ে নেন রুতুরাজ এবং বোলিং শুরু করেন খলিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
আর এই ভিডিও সামনে আসতেই অভিযোগ উঠছে যে, বল বিকৃত করেছে চেন্নাই সুপার কিংস। বলা হচ্ছে, নিশ্চয়ই খলিলের পকেটে কিছু একটা ছিল এবং তা দিয়েই বল বিকৃত করার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবার পকেটে স্যান্ডপেপার নিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করফ্ট। যদিও ধরা পড়ে গেছিলেন তিনি এবং তারপর ৯ মাস নির্বাসিত ছিলেন।
সেই প্রসঙ্গও টেনে আনা হয়েছে। সেইবার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।
তবে অন্য একটি অংশের দাবি, খলিলের হাতে একটি আংটি ছিল। বল করার আগে সেই আংটি খুলে তিনি তা রুতুরাজের কাছে রাখতে দেন। তারা আরও দাবি করছেন যে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ইনিংস শুরু হওয়ার আগে। তখনও একটি বলও হয়নি। ওই সময় কেন কেউ বল বিকৃত করতে যাবেন হটাৎ করে? যদিও এই বিষয়টি নিয়ে চেন্নাই, মুম্বই কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোনও মন্তব্য করেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।