Bangladesh Cricket: বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবার শুরু হয়ে গেল ঝামেলা। 

Bangladesh Cricket: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পুরনো সভাপতি নাজমুল হাসান পাপনের সময়, স্বজনপোষণের অভিযোগ তোলা হত ক্রিকেট বোর্ডের অন্দরে। এবার বর্তমান সভাপতি আমিনুল ইসলামের আমলেও সেই সিন্ডিকেটরাজ এবং দলবাজির অভিযোগ তুলতে শুরু করেছেন বোর্ডের প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক। ‘ডেইলি স্টার’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই কথা নিজেই জানিয়েছেন তিনি bangladesh cricket board news)।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কর্তা এর আগে প্রায় ১২ বছরের বেশি সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও-র পদ সামলেছেন। এদিকে চলতি বছরের এপ্রিল মাসে, পদত্যাগ করেন তিনি। কিন্তু এবার তিনি ফের একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিরতে চান এবং সভাপতি পদে লড়তে চান। তবে স্বচ্ছ নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে বেজায় চিন্তিত তিনি।

আশরাফুলের কথায়, “যদি সরকার নাক না গলায় বা প্রভাব না ফেলে, তাহলে আমি আবার নির্বাচনে লড়তে রাজি আছি। যদি সরকারের প্রভাব থাকে, তাহলে হয়তো আমি দাঁড়াব না। পাশাপাশি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াও হতে হবে।”

তবে সেটা কি সম্ভব?

তা নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন আশরাফুল নিজেই। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে সিন্ডিকেটের খবর পেয়েছি আমি। মোট ২০-৩০টা ক্লাব আছে এবং ওরা দলবাজি করে। অর্থের মাধ্যমে ভোট কেনার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু যদি স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আমার মনে হয় না কোনও সমস্যা হবে বলে।”

উল্লেখ্য, আশরাফুল যে নির্বাচনে লড়তে চান, তা এক মাস আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত, বোর্ডের কাছ থেকে কোনও জবাব পাননি। তাই আশরাফুল জানিয়েছেন, “আমি এখনও কোনও জবাব পাইনি বোর্ডের তরফে। কয়েকজন আমার সঙ্গে দেখা করেছেন, তারা ভালো মানুষ। কিন্তু বোর্ড বা কোনও ক্লাব এখনও আমাকে কিছু জানায়নি।” 

আশরাফুল বলছেন, আসলে তিনি সভাপতি হলে যে বোর্ডের খোলনলচে পুরোটাই বদলে দেবেন, তা সকলেই বেশ ভালো করে বুঝতে পারছেন। তাই সেই কারণেই, তাঁকে আটকানোর মরিয়া চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।