সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে গিয়েছে নিউজিল্যান্ড দল। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলাদেশ।

সিলেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো জায়গায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২১২। নিউজিল্যান্ডের চেয়ে ২০৬ রানে এগিয়ে বাংলাদেশ। ভালো ব্যাটিং করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শেষে ১০৪ রানে অপরাজিত শান্ত। ৪৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম।  ৪০ রান করে আউট হয়ে গিয়েছেন মোমিনুল হক। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেও, দ্বিতীয় ইনিংসে ৮ রান করেই আউট হয়ে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। অপর ওপেনার জাকির হাসান ১৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে কিউয়িদের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। তিনি জাকিরকে এলবিডব্লু করে দেন। রান আউট হয়ে যান জয় ও মোমিনুল।

কেন উইলিয়ামসনের রেকর্ড

এর আগে এই ম্যাচের দ্বিতীয় দিন শতরান করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০৫ বলে ১০৪ রান করে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যান উইলিয়ামসন। টেস্টে ২৯-তম শতরান করেছেন উইলিয়ামসন। তিনি ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির সঙ্গে এখন একই সারিতে। প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪২ রান করেন গ্লেন ফিলিপস। ড্যারিল মিচেল করেন ৪১ রান। অধিনায়ক টিম সাউদি করেন ৩৫ রান। ওপেনার টম ল্যাথাম করেন ২১ রান। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ১২ রান। হেনরি নিকোলস করেন ১৯ রান। ৬ রান করেই আউট হয়ে যান টম ব্লান্ডেল। ২৩ রান করেন কাইল জেমিয়েসন। রান পাননি ইশ সোধি (০)। ১ রানে অপরাজিত থাকেন আজাজ।

প্রথম ইনিংসে ভালো ব্যাটিং বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বাধিক ৮৬ রান করেন জয়। ১২ রান করেন জাকির। শান্ত করেন ৩৭ রান। মোমিনুলও ৩৭ রান করেন। ১২ রান করেন মুশফিকুর। শাহাদাত হোসেন করেন ২৪ রান। মেহিদি হাসান মিরাজ করেন ২০ রান। নুরুল হাসান করেন ২৯ রান। নইম হাসান করেন ১৬ রান। শরিফুল ইসলাম করেন ১৩ রান। ৮ রান করে অপরাজিত থাকেন তাইজুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rahul Dravid: বিসিসিআই-এর নতুন চুক্তিতে সই করেননি, জানালেন দ্রাবিড়

India Vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলে নেই রোহিত, বিরাট

YouTube video player