Asia Cup-Indian Cricket Team: মঙ্গলবার, এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দলে নেওয়া হয়েছে শুভমান গিলকেও। তিনি টেস্ট দলের অধিনায়ক। তবে এশিয়া কাপে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে তাঁকে।

Asia Cup-Indian Cricket Team: আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ১৯ অগাস্ট, মঙ্গলবার মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। আর তারপরেই ঘোষণা করা হল ১৫ জনের স্কোয়াড (asia cup squad india 2025)। 

প্রসঙ্গত, এবার এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে 

এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি নিজেও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার, এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দলে নেওয়া হয়েছে শুভমান গিলকেও। তিনি টেস্ট দলের অধিনায়ক। তবে এশিয়া কাপে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে তাঁকে।

মঙ্গলবার, মুম্বইতে প্রবল বৃষ্টির জেরে, দল নির্বাচনের বৈঠক শুরু করতেই অনেকটা দেরি হয়ে যায়।এদিন কিছুটা দেরিতে বৈঠকে যোগ দেন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার। আর দল নির্বাচনের পর দেখা গেল, ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্য এবং শুভমআন হলেন তাঁর ডেপুটি। তবে যশস্বী জয়সওয়ালের দিকেও নজর ছিল। কিন্তু দেখা গেল, তাঁকে ১৫ জনের দলে সুযোগ দেওয়া হয়নি। 

Scroll to load tweet…

বরং, যশস্বীকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। সূত্রের খবর, তাঁকে লাল বলের ক্রিকেটে বেশি ফোকাস করতে বলা হয়েছে। প্রসঙ্গত, আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার। এমনকি, বাদ পড়েছেন রিয়ান পরাগও। তবে কেকেআর তারকা রিঙ্কু সিং-এর উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। এই তরুণ তারকা এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জীতেশ শর্মাও। 

পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। তারা হলেন প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। অর্থাৎ, ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসেবে এই পাঁচজনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে।

টিম ইন্ডিয়ার পুরো স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।