- Home
- Sports
- Cricket
- BCCI Ajit Agarkar: ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের পাশেই দাঁড়াল বিসিসিআই, কী বলল তারা?
BCCI Ajit Agarkar: ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের পাশেই দাঁড়াল বিসিসিআই, কী বলল তারা?
BCCI Ajit Agarkar: মহম্মদ শামিকে কেন দলে নেওয়া হল না? সেই বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। শামি তাঁর ফিটনেস নিয়ে নির্বাচকদেরকে প্রশ্ন করলে, BCCI অজিত আগরকরকেই উল্টে সমর্থন করেছে।

ঘন ঘন চোট পাওয়ার ফলে, তাঁর খেলা প্রভাবিত হচ্ছে
ভারতীয় বোলিং লাইনআপে মহম্মদ শামি নিঃসন্দেহে একজন অভিজ্ঞ বোলার হিসেবে নিজের ছাপ রেখেছেন। যশপ্রীত বুমরার পাশাপাশি গত পাঁচ বছর ধরে, তিনি একজন ধারাবাহিক জোরে বোলার। তবে ফিটনেস ইস্যু শামির ক্যারিয়ারের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন চোট পাওয়ার ফলে, তাঁর খেলা প্রভাবিত হচ্ছে।
বিসিসিআই-এর প্রতিক্রিয়া
সম্প্রতি দল নির্বাচনকে ঘিরে BCCI-এর প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA)-র উপর শামির পরোক্ষ মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ১৭টি উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন শামি।
পাশে দাঁড়াল বিসিসিআই
এই বিতর্ক প্রসঙ্গে BCCI-এর সূত্র জানিয়েছে, "শামির ক্যারিয়ার প্রায় শেষের দিকে। ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনের সময়, শামির মতো অভিজ্ঞ বোলারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সেই সময়, শামির থেকে ইতিবাচক কোনও সাড়া না মেলায়, তাঁকে দলে নেওয়া হয়নি বলে বোর্ড জানিয়ে দিয়েছে।
শামির ফিটনেস সম্পর্কে নির্বাচকদের আপডেট
বিসিসিআই এক্ষেত্রে অজিত আগরকরকে সমর্থন করেছে। বোর্ড মনে করে যে, আগরকর সঠিক প্রক্রিয়া অনুসরণ করেছেন এবং শামির ফিটনেস সম্পর্কে নির্বাচকদের আপডেট না করার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। শামি যদি অজিত আগরকরের সঙ্গে তাঁর বর্তমান সমস্যাগুলি সমাধান না করেন, তবে ভবিষ্যতে তিনি কোনও ফরম্যাটেই খেলতে পারবেন কিনা, তা নিয়েই বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

