Jasprit Bumrah: টেস্ট ইনিংসে ফের ৫ উইকেট, কপিল দেবের রেকর্ড স্পর্শ বুুমরার
Jasprit Bumrah 5-wicket haul: গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ড সফরে (England vs India) টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই অসাধারণ বোলিং করলেন এই পেসার। তাঁর জন্যই প্রথম ইনিংসে এগিয়ে থাকল ভারতীয় দল।

ফের বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে অসাধারণ বোলিং করলেন জসপ্রীত বুমরা
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে প্রথম ইনিংসে এগিয়ে রাখলেন জসপ্রীত বুমরা।
হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরা, তিনি নতুন নজির গড়লেন
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নিলেন জসপ্রীত বুমরা।
রবিবার টেস্ট ক্রিকেটে কোনও ইনিংসে ১৪-তম বার ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরা
রবিবার ৫ উইকেট নিয়ে কোনও টেস্ট ইনিংসে ১৪-তম বার ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। এর মধ্যে তিনি ১২ বারই বিদেশের মাটিতে টেস্ট ইনিংসে ৫ উইকেট নিলেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের নজির স্পর্শ করলেন জসপ্রীত বুমরা
বিদেশের মাটিতে টেস্ট ইনিংসে ১২-তম বার ৫ উইকেট নিয়ে কপিল দেব নিখাঞ্জের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন জসপ্রীত বুমরা।
পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমের নজির ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা
এশিয়ার কোনও দেশের বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি উইকেট নিয়ে ওয়াসিম আক্রমণের নজির ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ১৫০ উইকেট জসপ্রীত বুমরার
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে ১৪৬ উইকেট নেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। ১৫০ উইকেট নিয়ে তাঁকে ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা।
ওয়াসিম আক্রমের চেয়ে কম ম্যাচ খেলে তাঁর নজির ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ৩২টি টেস্ট ম্যাচ খেলে ১৪৬ উইকেট নেন ওয়াসিম আক্রম। ৩১ ম্যাচ খেলেই এই নজির ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা।
হেডিংলি টেস্ট ম্যাচ জেতার জন্য ভারতীয় দলের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা
হেডিংলিতে চলতি টেস্ট ম্যাচে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসেও তিনিই ভারতের বোলিং বিভাগের ভরসা।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেট নেওয়ার পর তৃতীয় দিন জোড়া উইকেট নিলেন জসপ্রীত বুমরা
শনিবার হেডিংলি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ৩ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা। রবিবার ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসের শেষদিকে জোড়া উইকেট নেন এই পেসার।
জসপ্রীত বুমরার ভালো পারফরম্যান্সের পরেও তাঁর ফিটনেস নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট
জসপ্রীত বুমরার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে কড়া নজর রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই পেসার যাতে ফিট থাকেন, সেই চেষ্টা করা হচ্ছে।

