IPL 2025: গত ১৭ মে, বেঙ্গালুরুতে কলকাতা বনাম আরসিবি ম্যাচ এমনিতেই বাতিল হয়ে গেছিল ভারী বৃষ্টির জেরে। 

IPL 2025: জোরালো বৃষ্টির কারণে, আগামী ২৩ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি লখনউতে স্থানান্তরিত করা হয়েছে। ফলে, বেঙ্গালুরুকে তাদের শেষ দুটি লিগ ম্যাচ লখনউতেই খেলতে হবে। আগামী ২৭ মে, একানা স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। 

গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বলা চলে, চলতি বছরের সবচেয়ে তীব্র বৃষ্টিপাতের জেরে শহরের বিভিন্ন স্থানে কার্যত, জল জমে গেছে। আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে গত ১৭ মে, বেঙ্গালুরুতে কেকেআর বনাম আরসিবি ম্যাচ বৃষ্টির কারণেই পরিত্যক্ত হয়ে গেছিল। 

তাছাড়া আগামী কয়েকদিন শহরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি বেঙ্গালুরু থেকে লখনউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to load tweet…

এদিকে নিজেদের গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে খেলা থাকায় সানরাইজার্স দল লখনউতেই রয়েছে। তবে হ্যাঁ, লখনউয়ের বিরুদ্ধে তারা বড় জয় পেলেও সানরাইজার্স প্লে-অফে খেলার সুযোগ আগেই হারিয়েছে। 

গুরুত্বপূর্ণ সেই ম্যাচে, সানরাইজার্সের কাছে হেরে লখনউও ছিটকে গেছে। অন্যদিকে, দিল্লী ক্যাপিটালসকে হারিয়েছে গুজরাত টাইটানস। ফলে, বেঙ্গালুরু প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। পরবর্তী ম্যাচগুলিতে জিতে প্রথম দুটি স্থান দখল করাই আপাতত কোহলির দলের লক্ষ্য।

আর তার আগেই ম্যাচের ভেন্যু বদল হল। জোরালো বৃষ্টির কারণে, আগামী ২৩ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি লখনউতে স্থানান্তরিত করা হয়েছে। ফলে, বেঙ্গালুরুকে তাদের শেষ দুটি লিগ ম্যাচ লখনউতেই খেলতে হবে। আগামী ২৭ মে, একানা স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।