সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়া সফরের শুরুটা দুর্দান্তভাবে করেছে ভারতীয় দল। পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জেতার পর এবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে রোহিত শর্মারা।
শুক্রবার শুরু হচ্ছে অ্যাডিলেড টেস্ট। পারথে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। অ্যাডিলেড টেস্টে অধিনায়ক রোহিত শর্মা ফেরায় ভারতীয় দলের শক্তি বেড়ে গিয়েছে। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন অপর এক তারকা ব্যাটার শুবমান গিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন শুবমান। ফলে তিনিও অ্যাডিলেডে খেলছেন। বাদ পড়ছেন ধ্রুব জুরেল ও দেবদত্ত পাড়িক্কল। বৃহস্পতিবার রোহিত জানিয়ে দিয়েছেন, ওপেন করবেন কে এল রাহুল ও যশস্বী জয়সোয়াল। শুবমান ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন। ৪ নম্বরে ব্যাটি করবেন বিরাট কোহলি। ৫ নম্বরে ব্যাটিং করতে পারেন রোহিত। তবে ঋষভ পন্থ যদি ৫ নম্বরে ব্যাটিং করেন, তাহলে ৬ নম্বরে ব্যাটিং করতে পারেন রোহিত।
বোলিং বিভাগেও বদলের সম্ভাবনা
অ্যাডিলেড টেস্ট ম্যাচে ভারতীয় দলের বোলিং বিভাগেও বদল হতে পারে। জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ নিশ্চিতভাবেই খেলবেন। পারথে অভিষেক টেস্টে ভালো পারফরম্যান্সের পর হর্ষিত রানাও অ্যাডিলেডে খেলবেন। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও পারথ টেস্টে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে তিনিও অ্যাডিলেড টেস্টে খেলবেন। পারথ টেস্টে খেললেও, অ্যাডিলেডে বাদ পড়তে পারেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। অপর এক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাডেজাকে সম্ভবত এবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে। অ্যাডিলেড ওভালের পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা। এই কারণেই একজন স্পিনারকেই খেলানোর ভাবনায় ভারতের টিম ম্যানেজমেন্ট।
অ্যাডিলেড টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
অ্যাডিলেড টেস্টে ভারতের হয়ে খেলতে পারেন- কে এল রাহুল, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অ্যাডিলেড টেস্টে কি ওপেনই করবেন কে এল রাহুল? কী জানালেন রোহিত শর্মা?
অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবেন না এই তারকা!
বিরাট কোহলির মনের কথা জেনে গেলেন! পাকিস্তান সফর নিয়ে আজব দাবি শোয়েব আখতারের