সংক্ষিপ্ত
রবিবার চলতি বছরে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতরান করলেন বিরাট কোহলি। এই তারকা ব্যাটার এবার শতরান করার লক্ষ্যে। ৬ বছর পর পারথ স্টেডিয়ামে শতরানের লক্ষ্য বিরাট।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেছিলেন। তারপর টানা ব্যর্থতা চলছিল। সমালোচকরা দাঁত-নখ বের করেছিল। পারথ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থতার পর সমালোচকদের আক্রমণ বেড়েছিল। মুখে কিছু বলেননি। রবিবার ব্যাটের মাধ্যমেই জবাব দিলেন বিরাট কোহলি। চলতি বছরে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতরান করলেন এই তারকা ব্যাটারা। রবিবার পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে দেবদত্ত পাড়িক্কল আউট হওয়ার পর ক্রিজে যান বিরাট। এরপর একে একে আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লড়াই শুরু করে বিরাট। ক্রিজের একদিক আগলে রেখেছেন ওয়াশিংটন। ফলে বিরাটের সুবিধা হচ্ছে। তিনি নিজের এবং দলের রান বাড়িয়ে চলেছেন।
১৩ ইনিংসে দ্বিতীয় অর্ধশতরান বিরাটের
চলতি বছরে টেস্ট ক্রিকেটে ১৩-তম ইনিংসে দ্বিতীয় অর্ধশতরান করলেন বিরাট। পারথ টেস্ট ম্যাচে খুব ভালো জায়গায় আছে ভারতীয় দল। এই ম্যাচে এখনও ২ দিনের খেলা বাকি। ফলে বড় ইনিংস খেলার জন্য অনেক সময় পাচ্ছেন বিরাট। তিনি যদি ভালো ব্যাটিং চালিয়ে যেতে পারেন, তাহলে চলতি বছরে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করতে পারেন। সেটা করতে পারলে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে।
বিরাটের অনুরাগীরা খুশি
দেশ-বিদেশের একাধিক ক্রিকেটার বলেছিলেন, খারাপ ফর্মে থাকলেও, বিরাটকে মুছে ফেলা যায় না। পারথে ঠিক সেটাই হল। ফের নিজের জাত চেনালেন এই তারকা ব্যাটার। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে আরও ৪ ম্যাচ বাকি। সিরিজ জিততে হলে বিরাটের ভালো পারফরম্যান্স জরুরি। তিনি নিজেও সেটা ভালোভাবেই জানেন। এই কারণে ভালো ব্যাটিং করতে বদ্ধপরিকর বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই দ্বিশতরানের সুযোগ হারালেও নতুন নজির যশস্বী জয়সোয়ালের
তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী