সংক্ষিপ্ত
সম্প্রতি টেস্ট ক্রিকেটে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে রিকি পন্টিংয়ের মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা যখন টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে খোঁচা দিচ্ছেন, তখন এই তারকা ব্যাটারের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বিরাট কোহলির ব্যাটিংয়ের দক্ষতা এবং অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আইসিসি রিভিউ অনুষ্ঠানে শাস্ত্রী বলেছেন, 'রাজা নিজের রাজত্বে ফিরেছে। বিরাট কোহলির সমালোচকদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলতে চাই।' অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১,৩৫২ রান করেছেন বিরাট। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ৬ বার শতরান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ব্যাটিংয়ের গড় ৫০-এর বেশি।
অস্ট্রেলিয়ার মাটিতে ফের বড় স্কোরের লক্ষ্যে বিরাট
বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হয়ে গিয়েছে। এই প্রচারে বিরাটকে 'কিং কোহলি' হিসেবে উল্লেখ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর একের পর এক অসাধারণ ইনিংসের কথা তুলে ধরা হচ্ছে। এ প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ও যখন রাজা তকমা অর্জন করেছে, তখন ও ব্যাটিং করতে গেলেই বিপক্ষের মাথায় ওর রেকর্ডের কথা থাকবে।'
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও বিরাটের প্রশংসা
অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেদেশেও জনপ্রিয় হয়ে উঠেছেন বিরাট। সম্প্রতি অস্ট্রেলিয়ার একাধিক সংবাদপত্রে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে বিশেষ ক্রোড়পত্রের প্রথম পাতায় বিরাটের ছবি ছাপা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলিতেও বিরাটকে নিয়ে প্রচার করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মতোই অস্ট্রেলিয়ানরাও বিরাটের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে। অস্ট্রেলিয়া শিবিরের আশা, এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের ব্যাট শান্ত থাকবে। অন্যদিকে, ভারতীয় শিবিরের আশা, অস্ট্রেলিয়া সফরেই চলতি বছরে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান পাবেন বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বৃহস্পতিবার অনুশীলনে কনুইয়ে চোট, পারথ টেস্টে খেলতে পারবেন সরফরাজ খান?
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি
'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের