সংক্ষিপ্ত

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় পাওয়ার পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালোভাবে করার লক্ষ্যে ভারতীয় দল।

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। অভিজ্ঞ অফস্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও দলে ফিরেছেন। বাদ পড়েছেন ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, ওয়াশিংটন সুন্দর। রোহিত, শুবমান ও অশ্বিন দলে ফেরায় ভারতের ব্যাটিং বিভাগের শক্তি বেড়ে গেল। একইসঙ্গে বোলিং বিভাগে বৈচিত্র এল। অ্যাডিলেড ওভালের পিচে ম্যাচের শেষদিকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগবে। একইসঙ্গে পেসারদের উপর নির্ভর করছে ভারতীয় দল। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা পারথ টেস্ট ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে পারলে ফের অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়া যাবে।

অ্যাডিলেড টেস্টে ভারতের একাদশ

অ্যাডিলেড টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া দলেও বদল

পারথ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে থেকে বাদ পড়েছেন জশ হ্যাজেলউড। তাঁর পরিবর্তে দলে এসেছেন স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- উসমান খাজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

'শুরুতে পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা'

টসে জিতে রোহিত বলেছেন, ‘পিচ দেখে ভালো মনে হচ্ছে। এই মুহূর্তে পিচ শুকনো। পিচে যথেষ্ট ঘাসও আছে। ফাস্ট বোলাররা পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারবে। ম্যাচ যত গড়াবে, ব্যাটাররাও পিচ থেকে সাহায্য পাবে। সবার জন্যই পিচে কিছু না কিছু আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার

অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস, রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা