সংক্ষিপ্ত
সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী রিতিকা সাজদে। ফলে ব্যক্তিগত জীবনে সুখী রোহিত শর্মা। কিন্তু মাঠে তাঁর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না।
রবিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের ফলে লজ্জাজনক নজির স্পর্শ করলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে টানা চার ম্যাচে হেরে গেল ভারতীয় দল। অতীতে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, দত্ত গায়কোয়াড়, মনসুর আলি খান পতৌদির নেতৃত্বেও টানা চার ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার সেই নজির স্পর্শ করলেন রোহিত। তাঁর নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হেরে যায় ভারতীয় দল। এবার অ্যাডিলেড টেস্ট ম্যাচে ১০ উইকেটে হেরে গেল ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী রিতিকা সাজদের পাশে থাকার জন্য পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলেননি রোহিত। সেই ম্যাচে জসপ্রীত বুমরার নেতৃত্বে খেলতে নেমে ২৯৫ রানে জয় পায় ভারতীয় দল। কিন্তু অ্যাডিলেডে হেরে চাপে পড়ে গেল ভারতীয় দল।
সবচেয়ে লজ্জাজনক রেকর্ড পতৌদির
পতৌদির নেতৃত্বে ১৯৬৭-৬৮ মরসুমে টানা ৬ টেস্ট ম্যাচে ভারতীয় দল। সচিনের নেতৃত্বে ১৯৯৯-২০০০ মরসুমে টানা ৫ টেস্ট ম্যাচে হেরে যায় ভারত। গায়কোয়াড়ের নেতৃত্বে ১৯৫৯ সালে টানা ৪ টেস্ট ম্যাচে হেরে যায় ভারতীয় দল। ধোনির নেতৃত্বে ২০১১ সালে এবং ২০১৪ সালে ২ বার টানা ৪ ম্যাচে হেরে যায় ভারত। বিরাটের নেতৃত্বে ২০২০-২১ মরসুমে টানা ৪ ম্যাচে হেরে যায় ভারতীয় দল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ১ ম্যাচে হেরে যায় ভারত। এবার এই লজ্জাজনক নজির গড়লেন রোহিত।
অস্ট্রেলিয়া সফরে বাকি ৩ ম্যাচ
চলতি অস্ট্রেলিয়া সফরে আরও ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ১৪ ডিসেম্বর ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে। ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আড়াই দিনও গড়াল না খেলা, অ্যাডিলেড টেস্ট ম্যাচে লজ্জার হার ভারতের
অ্যাডিলেডে লজ্জাজনক হারের পরেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল মহম্মদ সিরাজের? কী দেখাচ্ছে স্পিড-গান?