সংক্ষিপ্ত
ভারত সফরে আসার আগেই একাধিক ক্রিকেটারের চোট নিয়ে সমস্যায় ছিল অস্ট্রেলিয়া শিবির। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের আগে নতুন সমস্যা দেখা দিল অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে।
মায়ের অসুস্থতার জন্য দিল্লি টেস্ট ম্যাচের পরেই দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ১ মার্চ শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচের আগেই তাঁর ফিরে আসার কথা ছিল। রবিবার ইন্দোরে দলে যোগ দেওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার অধিনায়কের। কিন্তু মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আপাতত ভারতে ফিরছেন না কামিন্স। ফলে তাঁর অনুপস্থিতিতে ইন্দোরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। কামিন্স অধিনায়ক হওয়ার পর থেকে দু'বার তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভার সামলেছেন স্মিথ। এবারও তিনি দলের নেতৃত্বে থাকবেন। কামিন্স এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মা অসুস্থ। তিনি এখন মৃত্যুশয্যায়। সেই কারণে আমি ভারতে ফেরার পরিকল্পনা বাতিল করছি। আমার মনে হয়, সিডনিতে পরিবারের সঙ্গে থাকাই সবচেয়ে ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি, তাতে আমি অভিভূত। আমার পরিস্থিতি বোঝার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
বৃহস্পতিবারই ভারত সফরে ওডিআই সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলেও অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কামিন্সকে। তবে মা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত দলে যোগ দিচ্ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। ফলে তিনি ওডিআই সিরিজে খেলবেন কি না, সেটা তাঁর মায়ের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে।
ইন্দোর টেস্ট ম্যাচের আগে অবশ্য অস্ট্রেলিয়া শিবিরের পক্ষে স্বস্তির খবর, আঙুলের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। তিনি তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেন। দিল্লিতেও অবশ্য তাঁর খেলার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত খেলতে পারেননি। তবে ইন্দোরে তাঁর খেলার সম্ভাবনা বাড়ছে। স্কট বোল্যান্ড, ল্যান্স মরিসের মতো পেসাররাও খেলার জন্য তৈরি। নাগপুরে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলেন বোল্যান্ড। তবে নাগপুরে তিনি আর খেলার সুযোগ পাননি। মরিসকে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু কামিন্স দেশে ফিরে যাওয়ায় মরিসকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।
লেগস্পিনার মিচেলব স্বেপসন দিল্লি টেস্ট ম্যাচের আগেই দেশে ফিরে যান। তাঁর প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফেরার পর তৃতীয় টেস্ট ম্যাচের আগে ফের দলে যোগ দিচ্ছেন স্বেপসন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন।
আরও পড়ুন-
এভাবে চোট পেয়ে ভারত সফর থেকে দেশে ফিরতে চাইনি, জানালেন ব্যথিত ডেভিড ওয়ার্নার
বোলারকে আর খলনায়ক বলা যাবে না, ক্রিকেটের সব পর্যায়েই 'মানকাডিং' স্বাভাবিক, ঘোষণা এমসিসি-র
বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর