সংক্ষিপ্ত

তারকা ব্যাটারদের ব্যর্থতার দিনে চওড়া হয়ে উঠল যশস্বী জয়সোয়ালের ব্যাট। কঠিন পরিস্থিতিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ড্র করতে চলেছে ভারতীয় দল।

৩৩ রানে ৩ উইকেট। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের ভয়ঙ্কর মনে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিলেন। পুরো সেশন ব্যাটিং করলেন যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্থ। এখন তৃতীয় সেশনের খেলা চলছে। অনেক স্বস্তিতে ভারতীয় দল। অর্ধশতরান করে ফেলেছেন যশস্বী। শতরানের দিকে এগিয়ে চলেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার। প্রথম ইনিংসে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যাওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে তিনিও দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন। শতাধিক বল খেললেন ঋষভ। তিনি স্বভাববিরুদ্ধভাবে রক্ষণাত্মক শট খেলে উইকেটে টিকে থাকার উপর জোর দিচ্ছিলেন। ১০৪ বলে ৩০ রান করে ট্রেভিস হেডের বলে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ। তাঁর এভাবে আউট হওয়া অপ্রত্যাশিত ও হতাশাজনক। তবে যশস্বী যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে ভারতীয় দল এই ম্যাচ বাঁচিয়ে ফেলবে বলে আশা করা যায়।

ব্যর্থ ভারতের ৩ তারকা ব্যাটার

সোমবার মেলবোর্ন টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন সকালে যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি শুরু থেকেই রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন। কিন্তু ৪০ বল খেলে ৯ রান করে কামিন্সের বলে মার্শের হাতে ধরা পড়েন রোহিত। এরপর ৫ বল খেলে রান করার আগেই কামিন্সের বলে উসমান খাজাকে ক্যাচ দিয়ে ফিরে যান কে এল রাহুল। ২৯ বল খেলে ৫ রান করে স্টার্কের বলে খাজাকে ক্যাচ দেন বিরাট কোহলি। দলের সেরা ৩ ব্যাটার দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল ভারতীয় শিবির। সেই পরিস্থিতিতে রুখে দাঁড়ালেন যশস্বী।

হঠাৎ চাপ বাড়ছে

মেলবোর্ন টেস্ট ম্যাচের পঞ্চম দিন তৃতীয় সেশনে পরপর উইকেট হারাচ্ছে ভারতীয় দল। ঋষভের পর আউট হয়ে গেলেন রবীন্দ্র জাডেজা (২)। এখনও ২৯ ওভার খেলা বাকি। ফলে চাপ কমছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মেলবোর্নে বিরাট-ব্যর্থতা, শেষ ২ সেশনে লড়াই করে ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

দলের প্রয়োজনের সময় ফের ব্যর্থ রোহিত-রাহুল, মেলবোর্নে শেষ দিন ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি কবে? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি