সংক্ষিপ্ত

ক্রিকেটে অনেকসময়তেই ভালো বোলিং করেও উইকেট পাওয়া যায় না। 

মেলবোর্ন টেস্টে অর্ধশতরান করা অস্ট্রেলিয়ান তরুণ ওপেনার স্যাম কনস্টাসের বিস্ফোরক ব্যাটিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ খুলেছেন যশপ্রীত বুমরা। তাঁর কথায়, “প্রথম দুই ওভারেই কমপক্ষে ৬-৭ বার কনস্টাসকে আউট করতে পারতাম বলেই ভেবেছিলাম।"  

বুমরার কথায়, “কখনও কখনও ভালো বোলিং করলেও উইকেট পাওয়া যায় না, আবার কখনও খারাপ বলেও উইকেট পাওয়া যেতে পারে। গত ১২ বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। তাই এই আঘাতগুলো আমার কাছে নতুন কিছু নয়। স্যাম কনস্টাস একজন ভালো ব্যাটসম্যান। কিন্তু তাঁর বিরুদ্ধে বোলিং করার সময় উইকেট না পাওয়ায় আমি কখনোই রক্ষণাত্মক হয়ে যাইনি। শুরুতে প্রথম দুই ওভারেই ওকে ৬-৭ বার আউট করতে পারতাম বলেই আমি ভেবেছিলাম।"

কিন্তু ক্রিকেট প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। তাই এইসব নিয়ে সমালোচনা করার কোনও মানে হয় না বলেই জানিয়েছেন ভারতের এই তারকা বোলার। গত ২০১৮ সালে, আমি অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচ খেলি। মেলবোর্নের পিচ এমনিতে সমতল। তাছাড়া কোকাবুরা বল শুধুমাত্র শুরুর দিকেই কিছুটা নড়াচড়া করে। কিন্তু পরে আর কিছুই হয় না। তাই বোলারদের ধৈর্য এবং স্কিল সবসময় পরীক্ষিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

অন্যদিকে, মেলবোর্নে সেঞ্চুরি করা স্টিভ স্মিথেরও প্রশংসা করেছেন বুমরা। স্মিথের বিরুদ্ধে বোলিং করা সবসময়ই চ্যালেঞ্জিং বলে মত তাঁর। বুমরা বলছেন, “কখনও অনেক শাফেল করে খেলে ও, আবার কখনও শাফেল করেই না। মাঠের বিভিন্ন জায়গায় স্মিথ স্কোর করতে পারে। তাই বোলিংয়ে সবসময়ই নির্ভুলতা বজায় রাখতে হয় আমাদের। টেস্টে স্মিথের বিরুদ্ধে বোলিং করা বড় চ্যালেঞ্জ।"   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।