সংক্ষিপ্ত

তবে দলে থাকার সম্ভাবনা বাড়ছে ঋষভ পন্থেরও। 

চূড়ান্ত দল নির্বাচনের জন্য ভারতীয় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট বৈঠকে বসবে। বর্ডার-গাভাসকার ট্রফি পরাজয়ের পর, বিসিসিআই হঠাৎ করেই এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন। এর আগে অবশ্য রোহিতকে বাদ দেওয়া হবে এবং হার্দিক নেতৃত্ব দেবেন বলে খবর রটে গেছিল। 

৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিকতা না থাকলেও ঋষভ পন্থ দলে থাকবেন। তবে কেএল রাহুল প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তারকা সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যশপ্রীত বুমরার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কারণ, সিডনি টেস্টে তাঁর পিঠে চোট ছিল। জানা গেছে, বুমরার চোট পরীক্ষা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

যদিও সেই চোট সম্পর্কে বিসিসিআই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং দলে যোগ দেবেন। একদিনের পারফরম্যান্স বিবেচনা করে সূর্যকুমার যাদবের স্থানও নিশ্চিত নয়। এছাড়াও, মহম্মদ শমিকে নিয়েও পর্যালোচনা চলছে। মহম্মদ সিরাজকেও কিছু ফিটনেস সমস্যা ইদানীং ভোগাচ্ছে। ওদিকে আবার রোহিতের সঙ্গে বিরাট কোহলিও দলে থাকবেন বলে নিশ্চিত। 

শুভমান গিলেরও কোনও সমস্যা হবে না দলে থাকতে। যশস্বী জয়সওয়ালকে একদিনের ক্রিকেটে অভিষেকের জন্য হয়ত আরও কিছুটা অপেক্ষা করতে হবে। মিডল অর্ডারে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার খেলবেন।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করা হবে। এতেও সঞ্জু থাকবেন। তবে গিল এবং ঋষভ ফিরে এলে কী হবে, তা নিয়ে ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে আছেন। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজও খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলই একদিনের সিরিজে খেলতে নামবে। এই মাসের ১২ তারিখের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য দল: শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা / অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মহম্মদ শমি, যশপ্রীত বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।