সংক্ষিপ্ত
ছয় ব্যাটসম্যান, সাত বোলার এবং নয়জন অলরাউন্ডারকে নিয়ে গঠিত সিএসকে-র ২০২৫ সালের স্কোয়াড।
আসন্ন আইপিএল-এর অন্যতম সেরা দল। একাধিক তারকা খেলোয়াড়দের নিয়ে আসন্ন আইপিএল মরশুমে অংশগ্রহণ করতে চলেছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং ধোনিসহ পাঁচজন খেলোয়াড়কে ধরে রেখেছে চেন্নাই। অন্যদিকে, মেগা নিলামে আরও একঝাঁক দক্ষ খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। মোট ছয়জন ব্যাটার, সাতজন বোলার এবং নয়জন অলরাউন্ডারকে নিয়ে গঠিত হয়েছে চেন্নাইয়ের ২০২৫ সালের স্কোয়াড।
এদিকে অশ্বিন এবং নূর আহমেদ, এই দুই স্পিনারকে নিলাম থেকে দলে নিয়েছে সিএসকে। রঞ্জি ট্রফিতে কেরালার বিরুদ্ধে একটি ইনিংসে দশ উইকেট শিকার করা হরিয়ানার পেসার অংশুল কাম্বোজ এবং অলরাউন্ডার স্যাম কুরানকেও দলে নিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে, বৈচিত্র্যময় স্পিন বিভাগই ষষ্ঠ শিরোপার লক্ষ্যে থাকা সিএসকের প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে আগামীতে।
এমনিতেই আইপিএল-এর মেগা নিলামের দিকে নজর ছিল সবার। ঠিক কীরকম দল হতে পারে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। আর সেই জায়গাতে দাঁড়িয়েই, আসন্ন আইপিএল-এর অন্যতম সেরা দল হিসেবে অনেকেই চেন্নাইকে মনে করছেন। কারণ, একাধিক তারকা খেলোয়াড়দের নিয়ে আসন্ন আইপিএল মরশুমে অংশগ্রহণ করতে চলেছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং ধোনিসহ পাঁচজন খেলোয়াড়কে ধরে রেখেছে তারা। ওদিকে আবার মেগা নিলাম থেকে আরও একঝাঁক দক্ষ খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। মোট ছয়জন ব্যাটার, সাতজন বোলার এবং নয়জন অলরাউন্ডারকে নিয়ে গঠিত হয়েছে চেন্নাইয়ের ২০২৫ সালের স্কোয়াড।
কিন্তু চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ ঠিক কীরকম হতে পারে? ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, মতীশ পতিরান, খলিল আহমেদ, আর অশ্বিন, নূর আহমেদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।