India-Pakistan Tension: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack), 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পর যখন ভারত-পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত, ঠিক তখনই দুবাইয়ে কেরলের এক সংগঠনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক তুঙ্গে।
Shahid Afridi attends Kerala community event: আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় থেকেই সুপরিচিত ভারত-বিরোধী। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সেই মনোভাব বদলায়নি। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terrorist attack) পরিপ্রেক্ষিতে ভারতীয়দের ব্যঙ্গ করেছেন। সেই শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) আপ্যায়ন করে মঞ্চে তুলল কেরলের এক সংগঠন। এই ঘটনা অবশ্য ভারতের নয়। দুবাইয়ে এক অনুষ্ঠানে এই দৃশ্য দেখা গিয়েছে। গত সপ্তাহে পাকিস্তান অ্যাসোসিয়েশন দুবাইয়ে (Pakistan Association Dubai) এক অনুষ্ঠান আয়োজন করে কোচিন বিশ্ববিদ্যালয় বি টেক অ্যালুমনি অ্যাসোসিয়েশন (Cochin University B.Tech Alumni Association)। এই অনুষ্ঠানেই আফ্রিদি ও একসময় পাকিস্তানের জাতীয় দলে তাঁর সতীর্থ পেসার উমর গুলকে (Umar Gul) দেখা যায়। বিশেষ করে আফ্রিদির উপস্থিতি নজর কেড়ে নেয়। আয়োজকরা যেভাবে গদগদ হয়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে স্বাগত জানান এবং দর্শকদের মধ্যেও যে উচ্ছ্বাস দেখা যায়, তাতে তিনি যে কট্টর ভারত-বিরোধী, তা বোঝার কোনও উপায় ছিল না।
বিতর্ক শুরু হতেই দায় এড়ানোর চেষ্টা
পাক-মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে গুলি করে মেরেছে। এই নৃশংস ঘটনার মাসখানেকের মধ্যে দুবাইয়ে পাকিস্তান অ্যাসোসিয়েশনে অনুষ্ঠান আয়োজন এবং সেই অনুষ্ঠানে আফ্রিদিকে আপ্যায়ন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কোচিন বিশ্ববিদ্যালয় বি টেক অ্যালুমনি অ্যাসোসিয়েশন। বিপাকে পড়ে এই সংগঠনের পক্ষ থেকে এখন দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘৫ এপ্রিল নাচের অনুষ্ঠানের জন্য পাকিস্তান অ্যাসোসিয়েশন দুবাইয়ের মঞ্চ ভাড়া নেওয়া হয়। ভারতের সঙ্গে এক প্রতিবেশী দেশের ভূ-রাজনৈতিক উত্তেজনার অনেক আগেই এই অনুষ্ঠানস্থল ঠিক করা হয়। অনুষ্ঠানের আগেই কূটনৈতিক উত্তেজনা প্রশমিত হয়ে যায়। তাছাড়া অল্প সময়ের মধ্যে অন্য কোনও মঞ্চ না পাওয়া যাওয়ায় সেখানেই অনুষ্ঠান করার কথা ঠিক হয়। ২৫ মে অনুষ্ঠানের দিন প্রতিবেশী দেশের দুই ক্রিকেটার কোনও ঘোষণা ছাড়াই নিজে থেকে হাজির হন। আমাদের কেউ তাঁদের আমন্ত্রণ জানাননি।’
অবাঞ্চিত অতিথিদের কেন মঞ্চে তোলা হল?
কোচিন বিশ্ববিদ্যালয় বি টেক অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আফ্রিদিদের আমন্ত্রণ জানানোর কথা অস্বীকার করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানস্থলের মূল ফটক থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের স্বাগত জানিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলা হয়েছে। তাঁদের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলে এই অনুষ্ঠানের আয়োজকরা দায় এড়াতে পারেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


