CSK vs RR Live Updates:প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গেছে এই দুই দল। এদিন নিয়মরক্ষার লড়াই ছিল দুই দলের মধ্যে।
CSK vs RR Live Updates: চলতি আইপিএলে প্লে-অফের লড়াইতে নেই দুই দল। মঙ্গলবার, নিয়মরক্ষার ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (Chennai Super Kings vs Rajasthan Royals)।
সেই ম্যাচেই ৬ উইকেটে জয় পেল রাজস্থান
এদিন টসে জিতে বোলিং নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (CSK vs RR 2025)। আর ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি চেন্নাই। ওপেনার আয়ুষ মাথরে করেন ২০ বলে ৪৩ রান। তবে ডেভন কনওয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই ম্যাচে। মাত্র ১০ রানে ফিরে যান তিনি। উর্ভিল প্যাটেল কার্যত, খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহে ১৩ রান এবং জাদেজার ঝুলিতে মাত্র ১ রান (chennai super kings vs rajasthan royals)।
তবে সিএসকে-র হয়ে ডিওয়াল্ড ব্রেভিস এবং শিবম দুবে খেলার হাল ধরেন (royals vs super kings)। ব্রেভিস খেলেন ২৫ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং দুবে করেন ৩৯ রান। এছাড়া অধিনায়ক ধোনির সংগ্রহে ১৬ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে সুপার কিংসরা (csk vs rr 2025 scorecard)।
অন্যদিকে, রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট নেন যুধবীর সিং চরক এবং আকাশ মাধওয়াল। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রয়্যালসদের
দলের ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ১৯ বলে ৩৬ রান (csk vs rr.)। এদিন আবারও জ্বলে ওঠেন রাজস্থানের আরেক তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তাঁর সংগ্রহে ৩৩ বলে ৫৭ রান। অধিনায়ক সঞ্জু স্যামসন খেলেন ৪১ রানের প্রয়োজনীয় ইনিংস। তবে রিয়ান পরাগ এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারননি। তাঁর ঝুলিতে মাত্র ৩ রান। অপরদিকে, ধ্রুভ জুরেল ১২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন (csk vs rr score)।
সেইসঙ্গে, শিমরন হেটমেয়ার ১২ রানে অপরাজিত থাকেন (rr vs csk 2025)। মাত্র ১৭.১ ওভারে, ৪ উইকেট হারিয়েই ১৮৮ রান তুলে নেয় রাজস্থান। উল্লেখ্য, লাগাতার হারে রীতিমতো জর্জরিত ছিল তারা। অন্তত আইপিএলে নিজেদের শেষ ম্যাচটি জিতে নিঃসন্দেহে সমর্থকদেরও একটি বড় বার্তা দিল রয়্যালসরা (csk vs rr live)।
চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে জয় পেল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা আকাশ মাধওয়াল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
