CSK vs RR Live Updates: প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গেছে এই দুই দল। এদিন বলতে গেলে নিয়মরক্ষার লড়াই। 

CSK vs RR Live Updates: চলতি আইপিএলে প্লে-অফের লড়াইতে নেই দুই দল। মঙ্গলবার, নিয়মরক্ষার ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (Chennai Super Kings vs Rajasthan Royals)। 

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (CSK vs RR 2025 Dream 11 prediction)

Scroll to load tweet…

প্রসঙ্গত, নিজেদের গত ম্যাচে জয় পেয়েছে সিএসকে। তাই এদিনের ম্যাচে অবশ্যই স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানার দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (csk vs rr scorecard)।

অপরদিকে, নিজেদের শেষ ম্যাচে আবার পরাজিত হয়েছে রাজস্থান। কিন্তু এদিনের ম্যাচে অবশ্যই জয় চাইবেন স্যামসনরা। তাই মঙ্গলবারের ম্যাচে নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার দিকেও নজর থাকবে সবার (arun jaitley stadium pitch report)। 

Scroll to load tweet…

এই ম্যাচে নামার আগে পর্যন্ত, আইপিএল পয়েন্টস টেবিলে রাজস্থান রয়েছে ৯ নম্বরে এবং চেন্নাই দাঁড়িয়ে আছে সবার শেষে, ১০ নম্বরে। 

দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?

চেন্নাই সুপার কিংসঃ আয়ুষ মাথরে, ডেভন কনওয়ে, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটকিপার), আনশুল কাম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ

ইমপ্যাক্ট সাবঃ মাথিশা পাথিরানা, দীপক হুডা,বিজয় শঙ্কর, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ 

Scroll to load tweet…

রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (অধিনায়ক-উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কোয়েনা মাফাকা, যুধবীর সিং চরক, তুষার দেশপাণ্ডে, আকাশ মাধওয়াল

ইমপ্যাক্ট সাবঃ লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কুমার কার্তিকেয়, শুভম দুবে, অশোক শর্মা, কুণাল সিং রাঠোর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।