Padma Shri Rohit Sharma: রোহিত শর্মা দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশি হয়েছেন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)। তিনি নিজে দ্রোণাচার্য (Dronacharya Award) সম্মান পেয়েছেন। এবার ছাত্রও সম্মান পেয়েছেন।
KNOW
Rohit Sharma's childhood coach Dinesh Lad: রবিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, পদ্মশ্রী (Padma Shri) সম্মান পাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এই সম্মান পাওয়ায় খুশি তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি যে ছেলেটাকে ১২ বছর বয়সে প্রথমবার দেখেছিলাম, আজ ও পদ্মশ্রী সম্মান পেল। এতে আমি খুব খুশি হয়েছি। দেশ ওকে বড় সম্মান দিয়েছে। আজ আমি খুব খুশি। অনেকেই বলেন, আমি ওর জন্য অনেককিছু করেছি। হ্যাঁ, আমার দূরদৃষ্টি ছিল। আমি জানতাম, এই বাচ্চা ছেলেটা ভবিষ্যতে ভালো খেলবে। আমি ওকে খেলার সুযোগ দিয়েছি, ওকে তুলে ধরেছি। ও নিজের প্রতিভার জন্যই এই উচ্চতায় পৌঁছে গিয়েছে।'
'দেশের নাম উজ্জ্বল করেছে'
রোহিতের বিষয়ে তাঁর ছোটবেলার কোচ আরও বলেছেন, ‘আমি ওর ব্যাটিং দেখেছিলাম। আমি ওকে বলেছিলাম, তোমার ব্যাটিংয়ে মন দেওয়া উচিত। ও ব্যাটিংয়ে মন দেয় এবং সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার হয়ে যায়। ওর এই সাফল্যে আমি খুব খুশি হয়েছি। আমি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছি, ও পদ্মশ্রী সম্মান পেল। আমার খুব ভালো লাগছে। আমি দ্রোণাচার্য, আমার শিষ্য পদ্মশ্রী। যাঁরা দেশের নাম উজ্জ্বল করেন, তাঁদেরই পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। রোহিত দেশের নাম উজ্জ্বল করেছে। ও দেশকে দু’বার বিশ্বকাপ জিতিয়েছে, একবার চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে। ও অনেক বিশ্বরেকর্ড গড়েছে। তাতে দেশের নামই উজ্জ্বল হয়েছে।'
রোহিতের বিশেষ গুণ কী?
রোহিতের প্রশংসা করে তাঁর কোচ বলেছেন, ‘রোহিতের সবচেয়ে বড় গুণ হল, ওর নিজের উপর ভরসা ছিল। ও জানে ঠিক কী করতে হবে। ও শুধু সাদা বলেই না, লাল বলেও অনেক রান করেছে। ও কিংবদন্তি হয়ে উঠেছে। ও যোগ্য হিসেবেই পদ্মশ্রী পেয়েছে। রোহিত পদ্মশ্রী পেয়েছে, আমার ছেলে সিদ্ধেশ লাড (Siddhesh Lad) মুম্বইয়ের (Mumbai) অধিনায়ক হয়েছে। ওরা দু’জনেই আমার সন্তান। এতদিন সবাই রোহিতের জন্য আমাকে চিনত, এখন সিদ্ধেশের জন্যও আমি পরিচিত হচ্ছি। এতে আমার আনন্দ দ্বিগুন হয়ে গিয়েছে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


