IND vs SA Test 2025: ভারতীয় দলকে নিয়ে ইতিমধ্যেই পিচ পরিদর্শন করে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর। সোমবার সন্ধ্যায়, সিএবি সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও পিচ পরিদর্শন করেন।
IND vs SA Test 2025: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুক্রবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে। প্রথম দিন থেকেই বল ঘুরবে কিনা, সেই জল্পনার উত্তর দিলেন ইডেন গার্ডেন্সের প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি জানান, ইডেন গার্ডেন্সে ব্যাটার এবং বোলার, উভয়ের জন্যই সহায়ক একটি স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে।
কেমন হবে ইডেনের পিচ?
ভারতীয় দলকে নিয়ে ইতিমধ্যেই পিচ পরিদর্শন করে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর। সোমবার সন্ধ্যায়, সিএবি সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও পিচ পরিদর্শন করেন। প্রথম দিন থেকেই ইডেনের পিচে বল ঘুরবে কিনা, এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারতীয় দলের পক্ষ থেকে কোনও বিশেষ নির্দেশ আসেনি এবং পিচের চরিত্র নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
চলতি রঞ্জি মরশুমে, এখনও পর্যন্ত দুটি ম্যাচ ইডেনে আয়োজিত হয়েছে। তবে সেই দুটি খেলায় ইডেনে ধীরগতির পিচ ছিল। পেসারদের জন্য সহায়ক না হওয়া সত্ত্বেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করেন।
পিচ কিউরেটর কী জানালেন?
সুজন মুখোপাধ্যায় বলেন, শনিবার থেকে পিচে জল দেওয়া বন্ধ করা হয়েছে এবং এই পিচ দেখে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সন্তুষ্ট। তিনি আরও বলেন, এই ২২ গজ ব্যাটার এবং বোলারদের সমানভাবে সমর্থন করলেও স্পিনাররা একটু বেশি সুবিধা পাবেন।
কিউরেটরের কথায়, গম্ভীর জিজ্ঞাসা করেন যে স্পিনাররা কীরকম সাহায্য পাবে? উত্তরে তিনি জানান যে, তৃতীয় দিন থেকে পিচ স্পিনারদের সাহায্য করবে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা স্পিন সহায়ক পিচ পেয়েছিল। কিন্তু কেশব মহারাজ, সাইমন হারমার এবং সেনুরানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ ড্র করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


